Katrina Kaif (Photo Credits: X)

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার জেরে ভারত-মালদ্বীপ সম্পর্কে অবনতি ঘটেছিল। তবে মালদ্বীপ সরকার নিজের ভুল বুঝে ক্ষমা প্রার্থনা করেছে। এরপর যত সময় গিয়েছে তলানিতে ঠেকা দুই দেশের সম্পর্কে ক্রমশ উন্নতি এসেছে। এই আবহে ভারত এবং মালদ্বীপ (India Maldives) সম্পর্কের মধ্যে নতুন সেতু গড়ে উঠল। বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) মালদ্বীপের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর (Maldives Global Tourism Ambassador) হিসেবে বেছে নেওয়া হয়েছে।

মঙ্গলবার মালদ্বীপ (Maldives) মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, 'ভারতীয় চলচ্চিত্র শিল্পের একজন বিশিষ্ট মুখ ক্যাটরিনা কাইফকে মালদ্বীপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা ভীষণ আনন্দিত'। ভারতীয় পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করতে, দ্বীপ রাষ্ট্রের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণবন্ত সামুদ্রিক জীবনের প্রচার করতে বলি নায়িকাকে মালদ্বীপ পর্যটনের প্রধান মুখ করা হয়েছে, এমনটাই মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা। এদিকে আগামী মাসেই মালদ্বীপ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সফরের আগেই দুই দেশের সম্পর্ক সব দিক থেকে সাজিয়ে রাখতে চাইছে মালদ্বীপের মুইজ্জু সরকার (Maldives President Mohamed Muizzu)। দ্বীপ রাষ্ট্রের পর্যটন ব্যবসা বাড়াতে নয়া প্রচেষ্টা নিয়েছে প্রেসিডেন্ট মুইজ্জু।

মালদ্বীপ পর্যটনের প্রধান মুখ ক্যাটরিনাঃ

 

View this post on Instagram

 

A post shared by Visit Maldives (@visitmaldives)