Karan Kundrra and Tejasswi Prakash (Photo Credits: Instagram)

মুম্বই, ১২ এপ্রিলঃ দুবাই (Dubai) ঘুরতে গিয়েছেন নাকি বাগদান সারতে! করণ কুন্দ্রা (Karan Kundrra) এবং তেজস্বী প্রকাশকে (Tejasswi Prakash) ঘিরে সেই গুঞ্জনই শুরু হয়েছে পেজ থ্রি-র পাতা জুড়ে। তারকা যুগল এই মুহূর্তে রয়েছেন দুবাইয়ে। সম্পর্কে আসার পর থেকে দুটিতে মিলে বহুবার বিদেশযাত্রা করেছেন। তবে এইবার তাঁদের দুবাই ভ্রমণ নিয়ে এত চর্চা কেন!

কানাঘুষো খবর ছড়িয়েছে, দুবাই গিয়ে চুপিচুপি বাগদান সারতে চলেছেন করণ এবং তেজস্বী (Karan Kundrra Tejasswi and Prakash Engagement)। এমনকি জুটির বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। বাগদান এবং বিয়ের গুঞ্জনের মাঝে এবার সত্যিটা সামনে আনলেন টেলিভিশন তারকা করণ কুন্দ্রা। শুক্রবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেল থেকে জানালেন, এই ধরণের গুঞ্জনে তিনি অত্যন্ত বিরক্ত হচ্ছেন। তাঁর বিবাহ, বাগদান, বিচ্ছেদ, সন্তান যাই হোক না কেন সেটা তিনি নিজেই ঘোষণা করে সকলকে জানাবেন।

গুজবে বিরক্ত করণঃ

করণ এবং তেজস্বীর দুবাই ঘুরতে যাওয়া নিয়ে পেজ থ্রি জুড়ে যেভাবে তাঁদের বাগদানের খবর হু-হু করে ছড়িয়েছে তা নিয়ে বিরক্ত প্রকাশ করে অভিনেতা লেখেন, চটকদার খবর সংবাদমাধ্যমদের দর্শক সংখ্যা বাড়ায় ঠিকই। কিন্তু গুজব ছড়ানোর আগে যেন তাঁর কিংবা তাঁর টিমের থেকে যেন খবর সম্পর্কে নিশ্চয়তা নেওয়া হয়।

দুবাই ভ্রমণের বিভিন্ন ছবি বিগ বস বিজয়ী অভিনেত্রী শেয়ার করছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে।

করণ-তেজস্বীর দুবাই ভ্রমণের ঝলকঃ

 

View this post on Instagram

 

A post shared by Karan Kundrra (@kkundrra)