Caps Cafe (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ অক্টোবর: ফের গুলি চলল কপিল শর্মার রেস্তোরাঁয় (Firing At Kapil Sharma's Cafe)। কানাডায় (Canada) কপিল শর্মার যে রেস্তোরাঁ রয়েছে ক্যাপস ক্যাফে নামে, সেখানেই চলে গুলি। এই নিয়ে ৪ মাসে পরপর ৩বার গুলি চালানো হল কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয়।

রিপোর্টে প্রকাশ, বুধবার মাঝ রাতে কপিল শর্মার কানাডার সুরের রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালানো হয়। গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ, কুলদীপ সিধু একসঙ্গে পরিকল্পনা করে কপিলের ক্যাফেতে গুলি চালায়। তবে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশেই গোল্ডি ধিলোঁ এবং কুলদীপ সিধু কপিলের কানাডার ক্যাফেতে গুলি চালায় বলে খবর।

হামলার পর গ্যাংস্টারদের মাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানেই দেখা যায়, ক্যাপস ক্যাফে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। ক্যাফের দরজা এবং জানলা ফুঁড়ে দিচ্ছে সেই গুলি।

গত ৪ মাসে এই নিয়ে মোট তিনবার কপিল শর্মার কানাডার ওই ক্যাফে লক্ষ্য করে লরেন্স বিষ্ণোই গ্যাং গুলি চালায়। যা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। পরপর প্রায় হাফ ডজন গুলি ক্যাপস ক্যাফে লক্ষ্য করে চালানো হয় বলে জানা যায়।

হামলার পর গোল্ডি ধিলোঁ এবং কুলদীপ সিধু যে ভিডিয়ো পোস্ট করে, সেখানে জানানো হয়, 'আমারা কপিল শর্মার ক্যাফেতে গুলি চালিয়েছি। তবে সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। যাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাঁরা দূরে থাকুন আমাদের কাছ থেকে। যাঁরা অবৈধ কাজকর্ম করেন, তাঁরাও যেন তৈরি থাকেন।' এমন হুমকিও দেওয়া হল গোল্ডি, কুলদীপদের তরফে।

এসবের পাশাপাশি বলিউডে যাঁরা ধর্মের বিরুদ্ধে কথা বলেন, তাঁরা তৈরি থাকুন। গুলি যে কোনও জায়গায় যে কোনও দিক থেকে থুটে আসতে পারে বলেও দেওয়া হয় হুমকি।

গত ৮ অগাস্ট একবার ক্যাপস ক্যাফেতে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই সময় পরপর ২৫ রাউন্ড গুলি চালায় গ্যাংস্টাররা।

চলতি বছরের ১০ জুলাই চলে প্রথম হামলা। কপিল শর্মার ক্যাফে উদ্বোধনের পর ১০ জুলাই প্রথম সেখানে হামলা চালানো হয়। ওই সময় ১০ রাউন্ড গুলি চালানো হয় সুরের ওই ক্যাফেতে। তবে প্রথমবারও কোনও হতাহতের খবর মেলেনি।

প্রসঙ্গত ১০ জুলাই কপিল শর্মার ক্যাফেতে যখন প্রথমবার গুলি চলে, সেই দায় নেয় বব্বর খালসা ইন্টারন্যাশালার নামে একটি সংগঠন। যে বব্বর খালসাকে কানাডায় জঙ্গি গোষ্ঠী হিসেবে সনাক্ত করা হয়েছে।

প্রথমবারের হামলার পর বব্বর খালসা দাবি করে, কপিলের শোয়ে শিখদের পোশাক নিয়ে মজা, মশকরা করা হয়েছে। যা সহ্য করা হবে না। শিখদের পোশাক নিয়ে মশকরার জন্যই ১০ জুলাই হামলা চালানো হয়েছে বলে দাবি করে বব্বর খালসা ইন্টারন্যাশানাল।