মুম্বই, ২৮ জুন: প্রয়াত শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কাঁটা লাগা গার্ল শেফালি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী পরাগ ত্যাগি। তবে হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েই শেফালির মৃত্য়ু হয়েছে বলে প্রাথমিক অনমান। শেফালির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ করে মাত্র ৪২ বছর বয়সে যে শেফালি তলে যাবেন, তা হয়ত কল্পনা করেননি কেউ।
প্রয়াত বিগ বসের প্রাক্তন প্রতিযোগী শেফালি জারিওয়ালা...
View this post on Instagram
স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা পরাগ ত্যাগি। শেফালি জারিওয়ালার মৃত্যুর পর পাপারাৎজ়ি তাঁকে ক্যামেরাবন্দি করেন। তবে গাড়িতে বসে চোখ ঢেকে ফেলেন তিনি।
দেখুন শেফালির স্বামীপরাগ ত্যাগির ভিডিয়ো...
View this post on Instagram
সাংবাদিক ভিকি লালওয়ানি প্রথম পোস্ট করেন শেফালি জারিওয়ালার মৃত্য়ুর খবর। মুম্বইয়ের অন্ধেরি পশ্চিমের বেলভিউ মিউনিসিপ্যালিটি হাসপাতালে শেফালি জারিওয়ালাকে নিয়ে যাওয়া হয় অসুস্থ হওয়ার পর। স্বামী পরাগ ত্যাগিই শেফালিকে হাসাপাতালে নিয়ে যান আরও ৩ জনকে সঙ্গে নিয়ে। চিকিৎসক বিজয় লুল্লার তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে ভর্তির আগেই মৃত্যু হয় কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার।
প্রসঙ্গত হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেফালি জারিওয়ালার মৃত্য়ু হয়। ফলে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।