Kannada Actor Dwarakish Passes Away (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রয়াত কন্নড় অভিনেতা-পরিচালক-প্রযোজক দ্বারাকীশ (Dwarakish)। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। দীর্ঘ দিন ধরে বয়সজনিত রোগে ভুগছিলেন। তিনি ৮১ বছর বয়সে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: The Tobacco and Vapes Bill: তরুণ প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখার লক্ষ্যে ঐতিহাসিক ‘ধূমপান নিষিদ্ধ চুক্তি’ পাস হল ব্রিটিশ সংসদে (দেখুন টুইট)

অভিনেতা রজনীকান্ত তাঁর প্রিয় বন্ধু হারানোয় এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন। তিনি দ্বারকীশের আকস্মিক মৃত্যুকে ‘বেদনাদায়ক’ বলেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন ‘আমার দীর্ঘদিনের প্রিয় বন্ধু দ্বারকীশের মৃত্যু আমার জন্য খুবই বেদনাদায়ক…’