Kangana Ranaut Criticizes Celebs (Photo Credit: Instagram)

একের পর এক ছবি মেগাফ্লপ হওয়ার পর এবার ফুলটাইম রাজনীতিবিদ হতে চাইছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। তাঁকে নিয়ে চলা জল্পনার মাঝে কঙ্গনা নিজে ঘুরিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল বলিউডের একদা ক্যুইন বলেছিলেন, ভগবান কৃষ্ণ চাইলে, তিনি ভোটে দাঁড়াবেন। এরপর দিল্লির রাজনীতিতে কানপাতলে শোনা যাচ্ছে ভগবান কৃষ্ণের কথা জানা নেই, তবে অমিত শাহ-জেপি নাড্ডার সবুজ সঙ্কেত রয়েছে কঙ্গনার বিজেপি প্রার্থী হওয়া নিয়ে। ২০২৪ লোকসভা নির্বাচনে কঠিন হতে চলেছে বিজেপির কাছে। সেই কঠিন লড়াইয়ে সেলেবদের কাছে টানতে মরিয়া গেরুয়া শিবির। কঙ্গনা তো সব বিষয়েই আগ বাড়িয়ে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন। ধক্কড় থেকে তেজস্ব মেগা ফ্লপ হলেও দেশজুড়ে তাঁর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন নেই। তাই হেমা মালিনী, কিরণ খেরের পর আরও এক বলিউড অভিনেত্রীকে সাংসদ ভোটে দাঁড় করাতে পারে বিজেপি।

সূত্রের খবর, নরেন্দ্র মোদী, অমিত শাহ-র গুডবুকে থাকা কঙ্গনাকে প্রার্থী করতে আগ্রহ দেখিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। নাড্ডার রাজ্য হিমাচলপ্রদেশের মেয়ে কঙ্গনা তার কেরিয়ারের শুরুতে বলিউডে সাড়া ফেলে দেন অসাধারণ অভিনয়ের জন্য। পরে অবশ্য একের পর এক বিতর্ক, খামোকা মন্তব্যে কঙ্গনা নিজের জমি হারান। বছর তিনেক ধরে সব ইস্যুতে বিজেপির ঢাক পিটিয়ে শাহ-র নোটবুকে বেশ ভাল নম্বর আছে কঙ্গনার। কঙ্গনাকে জে ক্যাটাগরির নিরাপত্তা, সরকারী অনুষ্ঠানে ডাকের ব্যবস্থাও শাহ করেছেন। তাই তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে তেমন প্রশ্ন নেই।

কিন্তু এবার প্রশ্ন হল। কোথা থেকে ভোটে লড়বেন বলিউডের 'তেজস্ব' অভিনেত্রী। আগে শোনা যাচ্ছিল হেমা মালিনীর পরিবর্তে উত্তরপ্রদেশের মথুরা থেকে কঙ্গনাকে দাঁড় করাতে পারে বিজেপি। কিন্তু মথুরার মত সহজ আসনে নয়, কঙ্গনার স্টারডমে উতরে যেতে তাঁর নিজের রাজ্য হিমাচল প্রদেশের এক কঠিন আসনে দাঁড় করানো হতে পারে।

হিমাচলে চলতি বছর ক্ষমতা হারিয়েছে বিজেপি। গত বছর হিমাচলের সব কটি আসনে জেতার পর, ২০২১ উপনির্বাচনে মান্ডি আসনটা কংগ্রেসের কাছে হেরে হাতছাড়া হয়েছিল বিজেপি। সেই মান্ডিতে কংগ্রেস সাংসদ প্রতিভা সিংয়ের বিরুদ্ধে কঙ্গনাকে দাঁড় করাতে পারে বিজেপি। ২০১৯ লোকসভায় মান্ডি-তে রেকর্ড ৪ লক্ষ ভোটে জিতেছিলেন বিজেপির রাম স্বরুপ শর্মা। কিন্তু তাঁর মৃত্য়ুতে আসনটি খালি হওয়ার পর উপনির্বাচনে ৪০ হাজার ভোটে জেতেন কংগ্রেসের প্রতিভা সিং। এবার হারানো আসন পুনরুদ্ধারে মান্ডির ঘরের মেয়ে কঙ্গনার স্টারডমকেই বাজি ধরছে বিজেপি।