Kajol on Day 3 of Navratri (Photo Credit: ANI)

মুম্বই: শারদীয়া নবরাত্রি হলো হিন্দু উৎসবগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব। এটি দেশের বিভিন্ন প্রান্তে উৎযাপন করা হয়। নবরাত্রির (Navratri) নয় দিন মা দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়। নবরাত্রির নয় দিনের মন্ত্র যেমন আলাদা, তেমনই আলাদা আলাদা রঙের পোশাক পরার চল‌ রয়েছে, যা বিশেষ তাৎপর্যও বহন করে। নবরাত্রির তৃতীয় দিনে নিয়মানুসারে পরতে হয় লাল রঙের পোশাক। লাল রং শক্তি ও সাহসের প্রতীক।

নবরাত্রির তৃতীয় দিন উদযাপনে বলি তারকা কাজল (Bollywood Actress Kajol) লাল রঙের পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছেন। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল সেই ছবি শেয়ার করেছেন, ছবিতে কাজলকে লালটুকটুকে একটি শাড়িতে দেখা যাচ্ছে। তাঁকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে। ছবিটিতে তাঁর ভক্ত ও দর্শকরা ভালোবাসায় ভরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।

দেখুন 

নবরাত্রির তৃতীয় দিনটি দেবী চন্দ্রঘন্টাকে উৎসর্গ করা হয়, তিনি সাহসিকতা এবং সৌন্দর্যের প্রতিনিধিত্ব করেন।