মুম্বই, ৯ সেপ্টেম্বর: জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের (Kajal Aggarwal Death News) মৃত্যু? পথ দুর্ঘটনায় নিহত কাজল? এমন খবর যেন হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। খবর মেলে, পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন দক্ষিণী-কন্যা তথা বলিউডের অন্যতম অভিনেত্রী কাজল (Kajal Aggarwal)। অভিনেত্রীর মৃত্যুর গুঞ্জনে জোর চর্চা শুরু হয়। তবে খোঁজ নিতেই জানা যায়, কাজলের মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভুয়ো।
কাজল আগরওয়ালের মৃত্যুর ভুয়ো খবর এমনভাবে ছড়ায় যে অভিনেত্রীকে আসরে নামতে হয়। অভিনেত্রী জানান, তিনি ভাল আছেন। ঈশ্বরের আশীর্বাদে তিনি সুস্থ রয়েছেন। তাই পথ দুর্ঘটনায় আহত এবং মৃত্য়ুর নামে যে খবর ছড়িয়েছে, তা মিথ্যে। ঈশ্বরের কৃপায় তিনি ভাল আছেন, সুস্থ আছেন বলে জানান কাজল আগরওয়াল।
পাশাপাশি এই ধরনের গুজবে কেউ কান দেবেন না। এগুলি সব মিথ্যে বলেও জানান কাজল আগরওয়াল।
সম্প্রতি স্বামী গৌতম কিচলুর সঙ্গে মলদ্বীপে বেড়াতে যান কাজল আগরওয়াল। বেড়াতে গিয়ে সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।
কাজলের কাজ
বিষ্ণু মাঞ্চুর কানাপ্পায় কাজ করেছেন কাজল। পাশাপাশি সলমন খানের সঙ্গে সিকন্দর ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় কাজল আগরওয়ালকে। যেখানে রশ্মিকা মন্দানাও সলমনের স্ত্রী হিসেবে স্ক্রিনে উঠে আসেন। কমল হাসানের ইন্ডিয়ান থ্রি-তে দেখা যাবে কাজল আগরওয়ালকে। নীতেশ তিওয়ারির রামায়ণেও দেখা গিয়েছে কাজলের ঝলক। নীতেশের রামায়ণে রাবণের স্ত্রী মন্দোদরির চরিত্রে অভিনয় করছেন কাজল আগরওয়াল।
প্রসঙ্গত নীতেশ তিওয়ারির রামায়ণে রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা যশ। অন্য়দিকে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সাই পল্লবী।