ছবি মুক্তিতে বাকি আর মাত্র ৭ দিন তাঁর আগেই প্রত্যাশামত বৃহস্পতিবার প্রকাশ্যে এল শাহরুখ খানের বহুচর্চিত ছবি ‘জওয়ান’-এর ট্রেলার (Jawan Trailer)।২০২৩ সালে পাঠানের পর শাহরুখের দ্বিতীয় রিলিজ হতে চলেছে জওয়ান। তবে ট্রেলার দেখে একটাই কথা বলা যায় ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলেছিল, এবার জওয়ান সেখানে সুনামি আনতে চলেছে।
ছবির প্রিভিউ-তে মুখে জড়ানো ব্যান্ডেজ ছিড়ে ফেলে ন্যাড়া মাথার অচেনা শাহরুখ সামনে এসেছিলেন।তারপর থেকেই উত্তেজনার পারদ চড়চড়িয়ে বাড়ছিল। জওয়ান-এর ট্রেলার এসআরকে ভক্তদের ছবি নিয়ে উন্মাদনা শতগুণ বাড়িয়ে দিল।২০১৮ সালের পর ২০২৩। ৫ বছর পর তিনি ফিরলেন। তবে ২০২৩ হতে চলেছে শাহরুখের বছর। ৫ বছরের ঘাটতি যেন এই বছরেই মিটিয়ে দেওয়ার পণ করেছেন তিনি।
অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে । এই ছবিতে দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে খলনায়কের চরিত্রে থাকছেন বিজয় সেতুপতি। এছাড়াও দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
দেখে নিন ট্রেলার এক নজরে-