Japanese star Miho Nakayama found Dead: বছর ছয়েক আগে দুবাইয়ের এক হোটেলে বলিউডের তারকা অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) র রহস্যমৃত্য়ু নিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছিল। কিছুটা সেইভাবেই মারা গেলেন জাপানের তারকা অভিনেত্রী তথা জন্রিয় গায়িকা মিহো নাকাইয়ামা (Miho Nakayama)। শ্রীদেবীর মত নাকাইয়ামাও ৮০-৯০-এর দশকে জাপানে একেবারে সুপারহিট নায়িকা ছিলেন। ৫৪ বছর বয়সী নাকাইয়ামা-র দেহ তাঁর ঘরের বাথটাব থেকে উদ্ধার হয়। অবাক করা কথা হল শ্রীদেবীও ৫৪ বছর বয়েসে মারা যান, এবং তাঁর দেহও বাথটাব থেকে উদ্ধার হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান নাকাইয়ামা মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ক'দিন ধরেই নাকাইয়ামার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কারও সঙ্গে যোগাযোগ রাখছিলেন না। শুক্রবারা ওসাকায় এক ক্রিস্টমাস কনসার্টে পারফম করার কথা ছিল নাকাইয়ামা-র। কিন্তু শরীর খারাপ থাকায় তিনি সেই অনুষ্ঠান বাতিল করেন বলে জানিয়েছিলেন উদ্যোক্তারা।
জাপানের জনপ্রিয় অভিনেত্রীর রহস্যমৃত্যু
R.I.P. Miho Nakayama (1970-2024), singer and actress affectionately known as Miporin who debuted as one of the most popular idols of the 1980s and is remembered for her lead role in Shunji Iwai’s LOVE LETTER. pic.twitter.com/wdn1ISU9F2
— Japan Society Film (@js_film_nyc) December 6, 2024
এরপরই টোকিওতে তাঁর ঘরের বাথটাব থেকে উদ্ধার হল দেহ। বর্ন ইন সাকু, টোকিও ওয়েদার, লাভ লেটার সহ বহু হিট জাপানী সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জেতেন। পাশাপাশি তিনি একটা সময় সবচেয়ে জনপ্রিয়তম গায়িকাও ছিলেন।