Janhvi Kapoor and Shikhar Pahariya (Photo Credits: X)

মুম্বই, ১৮ মার্চঃ সুন্দরী জাহ্নবীর প্রেমে বুঁদ তামাম দুনিয়ে। কিন্তু শ্রীদেবী কন্যার মন জুড়ে কেবলই শিখর পাহাড়িয়া (Shikhar Pahariya)। দীর্ঘ দিনের বন্ধু জাহ্নবী এবং শিখর। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়িয়েছে প্রেমে। জাহ্নবীর প্রেমিককে সোশ্যাল মিডিয়ায় 'দলিত' বলে খোঁজা মারেন এক নেটিজেন। আর তাতেই চটেন শিখর। সর্বদা চুপচাপ থাকা ছেলেটিও এবার ফুঁসে উঠেছেন। যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছেন ওই নেটিজেনকে। তাঁর চিন্তাভাবনাকে 'করুণ' এবং 'পিছিয়ে পড়া' বলে অভিহিত করেছেন শিখর।

গত বছর দিওয়ালি উপলক্ষ্যর অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন শিখর। প্রেমিকা জাহ্নবী (Janhvi Kapoor) এবং পোষ্যদের সঙ্গে শিখরের দিওয়ালি উদযাপনের সেই ছবির কমেন্ট বক্সে গিয়ে একজন লেখেন, 'তুই তো দলিত'। নেটজেনের সেই মন্তব্যের যোগ্য জবাব এবার ফিরিয়ে দিলেন শিখর। লিখলেন, 'এটা সত্যিই দুঃখজনক যে ২০২৫ সালে দাঁড়িয়েও আপনার মতো এত নিকৃষ্ট এবং পিছয়ে পড়া মানসিকতার মানুষের অস্তিত্ব এখনও রয়েছে'। তিনি আরও লেখেন, 'দীপাবলি হল আলো, অগ্রগতি এবং ঐক্যের উৎসব - যা স্পষ্টতই আপনার সীমিত বুদ্ধির বাইরে। ভারতবর্ষের মূল শক্তিই হল এর বৈচিত্র্য। যা আপনি কখনই বুঝবেন না। দুনিয়ায় অজ্ঞতা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে, আপনার নিজেকে শিক্ষিত করার দিকে মনোনিবেশ করা উচিত। কারণ এই মুহূর্তে এখানে একমাত্র জিনিস যা প্রকৃত অর্থে 'অস্পৃশ্য' তা হল আপনার চিন্তাভাবনার স্তর'।

যোগ্য জবাব শিখরেরঃ

Shikhar Pahariya's Reply to Netizen (Photo Credits: Instagram)

অনেকেই জানেন না, শিখর হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তাঁর বাবা সঞ্জয় পাহাড়িয়া মুম্বইয়ের প্রথম সারির শিল্পপতি। মা অভিনেত্রী স্মৃতি শিন্ডে। শিখরের দাদা বীর পাহাড়িয়া (Veer Pahariya) সদ্য অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে স্কাই ফোর্স (Sky Force) ছবিতে অভিনয়ের করে বলিউডে অভিষেক করেছেন।