মেরিন ড্রাইভে যোগব্যায়াম করছেন জ্যাকি শ্রফ (ছবিঃX)

আজ ২১ শে জুন, গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। আজ বিশেষ দিনে জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দিনভর কর্মসূচী রয়েছে সেখানে। আজ সকালে শ্রীনগরের শের-ই কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (SKICC) অনুষ্ঠিত যোগ আসনের নেতৃত্ব দেন তিনি। মোদীকে অনুসরণ করে গোটা দেশ সামিল হয়েছে যোগ দিবস উদযাপনে। মুম্বইয়ের মেরিন ড্রাইভেও পালিত হচ্ছে যোগ দিবস। হাজির ছিলেন বিজাপি নেত্রী শাইনা এনসি এবং বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff)। সেখানে সকলের সঙ্গে যোগব্যায়াম করেন তাঁরা। এ দিন কিছু বক্তৃতাও রাখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। প্রসঙ্গত,২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন নরেন্দ্র মোদী। সেই বছরই ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় তিনি ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। এবং ১১ ডিসেম্বর, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ওই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে। তার পর থেকেই মোদীর আহ্বানে দেশ-বিদেশের মানুষ এই দিনটিকে যোগ দিবস হিসেবে পালন করেন।

দেখুন মেরিন ড্রাইভের ভিডিয়ো