Border 2 (Photo Credit: Instagram)

মুম্বই, ১৫ অগাস্ট: স্বাধীনতা দিবসে (Independence Day 2025) প্রকাশ্যে এল বর্ডার টু-এর (Border 2 ) প্রথম লুক। যেখানে সানি দেওলকে (Sunny Deol) দেখা যাচ্ছে একেবারে অন্যরকমভাবে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বর্ডার টু-এর প্রথম লুক পোস্ট করেন সানি দেওল। যে ছবি পোস্ট করে সানি লেখেন, 'হিন্দুস্থানের জন্য লড়ব আরও একবার।' ২০২৫ সালের স্বাধীনতা দিবসে বর্ডার টু-এর প্রথম লুক সামনে এলেও, সিনেমা এখনই মুক্তি পাচ্ছে না। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। অর্থাৎ ২০২৬ সালে মুক্তি পাচ্ছে বর্ডার টু। ২০২৬ সালের ২২ জানুয়ারি সানি দেওলের বর্ডার টু সিনেমা হলে যাবে বলে জানান খোদ অভিনেতা। প্রজাতন্ত্র দিবসের ৩ দিন আগে মুক্তি পাবে এই সিনেমা।

দেখুন বর্ডার টু-এর প্রথম পোস্টার...

 

View this post on Instagram

 

বর্ডার টু-এর পোস্টারে কী দেখা যাচ্ছে 

বর্ডার টু-এর যে পোস্টার প্রকাশ পয়েছে, তা ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে বলে মনে করা হচ্ছে। ভারতের জাতীয় পতাকাকে সঙ্গে রেখে সেনা বাহিনী যেভাবে গুলির লড়াই চালাচ্ছে, সেই দৃশ্যই প্রকাশ্যে এসেছে বর্ডার টু-এর প্রথম পোস্টার থেকে।

কবে মুক্তি পাচ্ছে বর্ডার টু 

সানি দেওলের সিনেমা মুক্তি পাচ্ছে ২২ জানুয়ারি। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে মুক্তি পাচ্ছে সানি দেওলের এই সিনেমা। যেখানে সানি দেওলকে বলতে শোনা যাচ্ছে 'হিন্দুস্থানকে লিয়ে লড়েঙ্গে ফির একবার।'

বর্ডার টু-এর পোস্টারে আপ্লুত দর্শকরা 

সানি দেওলের বর্ডার টু-এর পোস্টার মুক্তি পেতেই আপ্লুত দর্শকরা। বর্ডার মুক্তির এত বছর পর যখন বর্ডার টু মুক্তির ঘোষণা হয়, তখনও যে মানুষ সমানভাবে আবেগে ভাসছেন, তা কার্যত স্পষ্ট।

সেই সঙ্গে সানি দেওলের পাশাপাশি বরুণ ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ দোসাঞ্জদের লুক কেমন হয়, তা দেখার জন্য প্রত্যেকে মুখিয়ে রয়েছেন বলেও জানান।