বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হল বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ (Maggie Smith)। মৃত্যুকালে বয়স হয়ছিল ৮৯ বছর। জানা যাচ্ছে, দীর্ঘ অভিনয় কেরিয়ারে ইতিমধ্যেই দুইবার অস্কার জিতেছেন ম্যাগি। ১৯৬৯ সালে দ্য প্রাইম অফ মিস জিন ব্রোডির জন্য প্রথম অস্কার জিতেছিলেন ম্যাগি। এবং ১৯৭০ সালে ক্যালিফোর্নিয়া স্যুট ছবিতে সহ অভিনেত্রীর জন্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন অভিনেত্রী। তবে তাঁর কেরিয়ার সবথেকে জনপ্রিয় ছবি হল হ্যারি পটারের সিরিজ। হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট সহ বেশ কয়েকটি ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে।
প্রসঙ্গত, ১৯৫৬ সাল থেকে ম্যাগির স্মিথের অভিনয়ের কেরিয়ারের শুরু হয়েছে। তাঁর দীর্ঘ কেরিয়ারে এখনও পর্যন্ত ৬০-এর বেশি সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া একাধিক টিভি শো-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীকে। একাডেমি অ্যাওয়ার্ড ছাড়াও একাধিকবার বাফটা, গোল্ডেন গ্লোবের মতো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড জিতেছিলেন ম্যাগি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগত।
🔴 #BREAKING | Veteran British actress #MaggieSmith dies aged 89: family
(reported by news agency AFP)
— NDTV (@ndtv) September 27, 2024