Pretty Little Baby Singer Connie Francis Dies (Photo Credits: X)

Pretty Little Baby Singer Connie Francis Dies: বিশ্ব সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় মার্কিন পপ তারকা কনি ফ্রান্সিস না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। মঙ্গলবার ১৫ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবদন্তি শিল্পী মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। জনপ্রিয় গান 'প্রিটি লিটল বেবি'-র (Pretty Little Baby) জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি।

কনি ফ্রান্সিসের (Connie Francis) মৃত্যুর খবরটি তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে'।

ICU থেকে আর ফেরা হল না কনির

জুলাই মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে কনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর প্রবীণ শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত তাঁকে আইসিইউতে রাখা হয়। মাঝে ৪ জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি। লিখেছিলেন, 'আজ অনেকটা ভালো লাগছে'। তবে সেরে ওঠা হল না তাঁর। চির নিদ্রায় শায়িত হন তিনি।

মুক্তির ৬৩ বছর পর 'প্রিটি লিটল বেবি' ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই শোনা যেত কনি ফ্রান্সিসের (Connie Francis) গাওয়া 'প্রিটি লিটল বেবি' (Pretty Little Baby) গানটি। তবে জানেন কি এই গানটি ১৯৬২ সালে রেকর্ড করেছিলেন কনি। মুক্তির ছয় দশক পরে টিকটক-সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয় গানটি। মারা যাওয়ার আগে কনির গান নতুন প্রজন্মের মধ্যে ঢেউ তুলেছে।

বৃহস্পতিবার পর্যন্ত টিকটকে ২২.৫ মিলিয়নেরও বেশি ভিডিও বনানো হয়েছে কনির 'প্রিটি লিটল বেবি' গানে। বিশ্বব্যাপী এই ভিডিওগুলো ৪৫.৫ বিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। কাইলি জেনার, কিম কার্দাশিয়ানের মতো সেলিব্রিটিরাও এই গান ব্যবহার করে রিল বানিয়েছেন।