Jennifer Lopez - Ben Affleck Wedding: বিয়ে করলেন জেনিফার লোপেজ, লাস ভেগাসে বসল আসর
Jennifer Lopez ,Ben Affleck (Photo Credit: Instagram)

বিয়ে করলেন জেনিফার লোপেজ (Jennifer Lopez)। হলিউড তারকা বেন অ্যাফলেকের (Ben Affleck ) সঙ্গে গাঁটছড়া বাঁধেন জেনিফার লোপেজ। গত ১৬ জুলাই ক্লার্ক কান্ট্রিতে বেন অ্যাফলেকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জেনিফার লোপেজ। প্রায় ২০ বছর ধরে সম্পর্কের পর অবশেষে বেন অ্যাফলেকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন জেনিফার লোপেজ। লাস ভেগাসে বসে বেন এবং জেনিফারের বিয়ের আসর। ৫২ বছর বয়সী জেনিফারের সঙ্গে বচর ৪৯-এর বেন অ্যাফলেকের বিয়ে নিয়ে জোর গুঞ্জন ছড়ায়।

তবে বিয়ে নিয়ে প্রকাশ্যে সেভাবে মন্তব্য করতে দেখা যায়নি জেনিফার লোপেজকে। বিয়ের পর লোপেজ থেকে অ্যাফলেকে নিজের পদবী পালটে ফেলেন জেনিফার।

আরও পড়ুন: Jammu And Kashmir: ফের উত্তপ্ত উপত্যকা, গ্রেনেড বিস্ফোরণে নিহত সেনা অফিসার

 

View this post on Instagram

 

হলিউডের জনপ্রিয় হেয়ার আর্টিস্ট ক্রিস নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেনিফার লোপেজের ভিডিয়ো শেয়ার করেন। যেখানে বিয়ের পর তাঁর যে কী ধরনের অনুভূতি হচ্ছে, তা বলে বোঝাতে পারবেন না বলে মন্তব্য করেন জেনিফার লোপেজ।