ফ্রান্সের সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার অভিযোগে তোলপাড়। ফরাসি সিনেমার বড় দুই নাম জড়াল এই কাণ্ডে। তারকা ফরাসি অভিনেত্রী আদলে হায়নেল (Adele Haenel)-এর অভিযোগ, তাঁর যখন ১২ বছর বয়স, সেই সময় ভুল বুঝিয়ে পরিচালক ক্রিস্টোফে রুগগিয়া (Christophe Ruggia)-র তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন। ২০০২ সালে 'লেস দিয়াবেলস' নামের এক সিনেমার শ্যুটিংয়ে পরিচালক রুগগিয়া-র সঙ্গে পরিচয় হয় অভিনেত্রী হায়নেলের। পরিচালকের তখন বয়স ৩৬, আর সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করা হেনেলের বয়স মাত্র ১২। হানেলের অভিযোগ, সেই সিনেমার শ্যুটিংয়ে মাঝে তাকে পরিচালক ইচ্ছাকৃতভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। নানা অজুহাতে নিজের ঘরে ঢাকত। নায়িকার অভিযোগ পরিচালক তাকে একবার বলেন, "তোমার প্রেমে পড়ে গিয়েছে আমি, কিন্তু আমাদের মধ্যে বয়সের ফারাকটা অভিশাপের মত হয়ে গিয়েছে। আসলে নাবালিকার শরীরে তোমার মনটা প্রাপ্তবয়স্কের মত।"
বয়স কম থাকায় রুগগিয়া-র কথা বুঝতে পারেননি বলে দাবি করেন হায়নেল। এরপর বারবার প্রেমের কথা বলে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন রুগগিয়া। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী হায়নেল। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তিনি বুঝতে পারেন, পরিচালক রুগগিয়া তার সঙ্গে প্রতারণা করেছেন। এমন কথাই বলেন 'পোট্রেট অফ এ লেডি অন ফায়ার'খ্যাত অভিনেত্রী। পরিচালিক রুগগিয়ার এখন বয়স ৫৯, আর নায়িকা হায়নেলের ৩৪। দোষী সাব্যস্ত হলে রুগগিয়ার ১০ বছরের জেল ও দেড় লক্ষ ইউরো আর্থিক জরিমানা হবে।
নায়িকার যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় আইফেল টাওয়ারের দেশ
🇫🇷 ‘ME TOO’ MOVEMENT IN FRANCE?
Christophe Ruggia is faced with charges of sexually abusing actress Adèle Haenel when she was underage, in one of the first 'MeToo' cases to emerge from French cinema.
Haenel, an actress in movies such as Portrait of a Lady On Fire, has accused… pic.twitter.com/sUCBCjvSbA
— Mario Nawfal (@MarioNawfal) December 9, 2024
এটাই ফরাসি সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথম 'মি টু'-র অভিযোগ। হলিউড, বলিউড অতীতে 'মি টু'-র যে অভিযোগে তোলাপড় হয়েছে।