Janhvi Kapoor (Photo Credit: Instagram)

Homebound Oscar Entry: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় স্বীকৃতি অস্কার পুরস্কারে (98th Oscar Awards) সেরা বিদেশি সিনেমার বিভাগে হিন্দি ছবি 'হোম বাউন্ড'-কে পাঠাল ভারত (India's official entry for 2026 Oscar)। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ছবির মধ্য থেকেই প্রাথমিক ও চূড়ান্ত মনোনয়নের পর আগামী বছর মার্চে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র পুরস্কার দেয় অস্কার কর্তৃপক্ষ। এবার 98 তম অস্কারে (98th Academy Awards) ভারতের মনোনয়ন ইশান খট্টার, জাহ্নবি কাপুরের 'হোম বাউন্ড'। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি হওয়া এই সিনেমাটির পরিচালনা করেছেন নীরজ ঘাইওয়ান (Neeraj Ghaywan)। নীরজের প্রথম সিনেমা রিচা চাড্ডা-ভিকি কৌশল অভিনীত 'মাসান'সব মহলে প্রশংসা পেয়েছিল। অস্কারে মনোনিত হওয়ার পর আগামী ২৫ সেপ্টেম্বর 'হোমবাউন্ড'মুক্তি পাবে দেশজুড়ে।

হোমবাউন্ডের গল্প কী নিয়ে

উত্তর ভারতের এক গ্রাম থেকে দুই বন্ধু পুলিশি চাকরির স্বপ্ন দেখেন, মর্যাদা ও স্থায়িত্ব পাওয়ার আশায়। কিন্তু প্রতিযোগিতা, হতাশা এবং জীবনযাত্রার চাপ ধীরে ধীরে তাদের বন্ধুত্বের গভীরতা পরীক্ষা করে। চাকরির প্রতি অটল আকাঙ্ক্ষা কি তাদের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে পারবে, নাকি সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাবে। এটাই এই দু ঘণ্টার দৈর্ঘ্যের সিনেমার মূল প্রশ্ন।

দেখুুন সিনেমাটির ট্রেলর

দেখুন খবরটি

কে কে আছেন সিনেমাটিতে

হোম বাউন্ড সিনেমাটিতে অভিনয় করেছেন ইশান খট্টর, জাহ্নবী কাপুর, বিশাল জেটওয়ার মত তারকারা। ছবিটির গল্প লিখেছেন বরুণ গ্রোভার, পরিচালক নীরজ ঘাইওয়ান ও শ্রীধর দুবে। এবার ভারতের সরকারি মনোনয়ন হিসাবে অস্কারের লড়াইয়ে আমির খানের 'সিতারে জমিন পর', জন আব্রাহামের থ্রিলার 'দ্য ডিপ্লোমাট', করণ তেজপাল পরিচালিত 'স্টোলেন'-এর মত কয়েকটি হিন্দি ছবি লড়াইয়ে ছিল। গতবারও অস্কারে ভারত পাঠিয়েছিল একটি হিন্দি ছবিকেই। ভারতের মনোনয়ন ছিল আমির খানের প্রযোজনার-লাপাতা লেডিস। তবে বরাবারের মত আমির প্রযোজিত সেই সিনেমাটিও অস্কারের প্রাথমিক মনোনয়ন থেকেই বাদ পড়েছিল।