মুম্বই, ২০ জুন: সবে সবে বিয়ে সেরেছেন তাঁরা। রকির ভালবাসায় মুগ্ধ হিনা (Hina Khan)। তাইতো, বিয়ের সময়ও অভিনেত্রী জানিয়েছেন, রকি (Rocky Jaiswal) কীভাবে তাঁর খেয়াল রাখেন, তাঁকে ভালবাসেন। তাইতো, রকি তাঁর গোটা দুনিয়া। এমনও মন্তব্য করতে শোনা যায় হিনা খানকে। আর রকি, তিনি তো বলেন, হিনার হাসিই তাঁর কাছে গোটা দুনিয়া। হিনা যাতে হাসতে থাকেন, সেই চেষ্টা তিনি অনবরত করতেও কখনও ক্লান্ত হন না। হিনা তাঁর কাছে গোটা পৃথিবী বলে জানান রকি জয়সওয়াল। তাইতো বিয়ের পরও পালটায়নি হিনার খানের স্বামী রকি জয়সওয়ালের দুনিয়া। হিনার মেহেন্দি পরা পায়ে ম্যাসাজ করা তাঁর প্রতিদিনের রুটিন। তাইতো হিনা জানালেন, তাঁর শরীরে হয়ত বহু কষ্ট কিন্তু তাঁর আত্মার শান্তির অবস্থান। তাঁর আত্মা সব সময় প্রশান্তিতে থাকে বলেও মন্ত্বয করেন হিনা। সেই সঙ্গে তিনি জীবনে যা পয়েছেন সবই ঈশ্বরের কৃপা বলেও মন্তব্য করেন জনপ্রিয় অভিনেত্রী।
আরও পড়ুন: Hina Khan: এয়ার ইন্ডিয়ার বিমানে শেষ নিঃশ্বাস ২৪১ জনের, বড় ঘোষণা হিনা খানের
রকি জয়সওয়ালের যত্নে আবেগে ভেসে কী বললেন হিনা খান...
View this post on Instagram
হঠাৎ করেই ক্যানসারে (Cancer) আক্রান্ত হন হিনা খান। জানা যায়, স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। ক্যানসারে আক্রান্ত হওয়ার পরই হিনা খানের চিকিৎসা শুরু হয়। তখন থেকেই ভালবাসার মানুষকে ছেড়ে কোথাও যেতে দেখা যায়নি রকি জয়সওয়ালকে। সব সময় যেন হিনা খানকে আগলে রাখেন রকি জয়সওয়াল। হিনার অস্ত্রোপচার থেকে শুরু করে, তাঁর শরীরের ব্যাথায় তাঁকে যত্ন করা, সবকিছুতেই প্রেমিকাকে কখনও একা ছাড়েননি রকি।