Hina Khan Gets Emotional Shares First Wedding Video (Photo Credits: Instagram)

ক্যানসারের সঙ্গে লড়াই চলছে। এরই মাঝে জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেললেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। দীর্ঘ দিনের প্রেমিক রকি জয়সওয়ালের (Rocky Jaiswal) সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ হিনা গত বছর জুন মাসেই জানিয়েছিলেন তিনি স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত। এরপরেই শুরু হয় নায়িকার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। মৃত্যুর বিরুদ্ধে বেঁচে থাকার যুদ্ধ। দীর্ঘ এক বছর ধরে চলছে তাঁর ক্যানসারের চিকিৎসা। কেমো থেরাপির চলাকালীনও নিজের কাজ বন্ধ করেননি তিনি। ক্যানসার আক্রান্ত হওয়ার ঠিক এক বছরের মাথায় বিয়ে সারলেন হিনা (Hina Khan Wedding)। ইনস্টাগ্রামের বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে সুখবর দিয়েছেন অভিনেত্রী। ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে হিনা এবং রকি দুজন দুজনকে স্বামী-স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন। বিয়ের অনুষ্ঠানের ভিডিও এবার সামনে আনলেন হিনা। দীর্ঘ দিনের সঙ্গী রকিকে নিজের স্বামী হিসাবে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন অভিনেত্রী। বললেন, 'এটা কেবল শপথ নয়, এটা একটা অনুভূতি, আবেগ। একজন পুরুষের ভালোবাসা পাওয়া সুন্দর অনুভূতি। কিন্তু আমার জীবনের সমস্ত অনিশ্চয়তাকে আলিঙ্গন করে তাঁর থেকে ভালোবাসা পাওয়া এই বিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি জানি না আমার জীবনের আগামীকাল কী হতে চলেছে। অনেক ধন্যবাদ তোমায়'।

বিয়ের দিন আবেগে ভাসলেন হিনা, কী বললেন দেখুনঃ

হিনার পাশাপাশি আবেগে ভাসলেন রকিও (Rocky Jaiswal)। প্রেমিকার ক্যানসার যাত্রায় সর্বক্ষণের সঙ্গী ছিলেন তিনি। তাঁদের প্রায় ১৩ বছরের সম্পর্ক যখন নতুন পরিণতি পাচ্ছে রকি বললেন, 'হিনা কেবল আমার গোটা জগত নয়, আমার আত্মা। আমার হৃদয়। ওর মুখের হাসিটাই আমার কাছে শেষ কথা'।

হিনা ও রকির বিয়ের ছবিঃ

'ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়' ধারাবাহিকে অক্ষতার চরিত্র জনপ্রিয়তা এনে দিয়েছিল হিনাকে। ২০০৯ সালে ওই ধারাবাহিকের সেটেই হিনা এবং রকির পরিচয়। ধারাবাহিকের একজন প্রযোজক ছিলেন রকি। সেখানেই মন দেওয়া নেওয়া হয় দুজনের। ১৩-১৪ বছরের প্রেম পর্ব কাটিয়ে এবার স্বামী-স্ত্রী হলেন হিনা এবং রকি।