সঙ্গীত সুরকার রিকি কেজ (Ricky Kej) তৃতীয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী হলেন। তাঁর অ্যালবাম ‘ডিভাইন টাইডস’ (Divine Tides) এর জন্যে তৃতীয়বারের মত গ্র্যামি অ্যাওয়ার্ড (Grammy Award 2023) তাঁর ঝুলিতে এলো। ৬৫’তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা ইমারসিভ অ্যালবামে মনোনীত হয়েছিল রিকির ‘ডিভাইন টাইডস’ (Divine Tides)। ব্রিটিশ আইকনিক রক ব্যান্ড দ্য পুলিশ (The Police) এর ড্রামার স্টুয়ার্ড কোপল্যান্ডের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জিতেছেন রিকি। দুই বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়েছে গ্রামোফোন ট্রফি।
তৃতীয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড (Grammy Award 2023) জেতার পর নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রিকি।
Just won my 3rd Grammy Award. Extremely grateful, am speechless! I dedicate this Award to India.@copelandmusic
Herbert Waltl Eric Schilling Vanil Veigas Lonnie Park pic.twitter.com/GG7sZ4yfQa
— Ricky Kej (@rickykej) February 6, 2023
২০২২ সালে সেরা নিউ এজ অ্যালবাম বিভাগে মনোনীত হয়ে দ্বিতীয়বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন রিকি এবং ড্রামার স্টুয়ার্ড কোপল্যান্ড। প্রথমবার রিকির (Ricky Kej) ঝুলিতে গ্র্যামি অ্যাওয়ার্ড (Grammy Award) এসেছিল ২০১৫ সালে। সেরা নিউ এজ অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছিল তাঁর ‘উইন্ডস অফ সামসারা’ (Winds Of Samsara)। যা রিকির হাতে প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড তুলে দিয়েছিল। রিকি প্রথম ভারতীয় যিনি তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন। যা নিঃসন্দেহে দেশের জন্যে গর্বের।