হয়তো এই দিনটারই অপেক্ষায় ছিলেন বহু ভারতীয় সিনেমাপ্রেমী। শুধু ভারতীয়ই কেন, সারা পৃথিবীর বহু মানুষই বোধহয় এমনই কিছু শুরুর অপেক্ষায় ছিলেন। বিশ্বের মঞ্চে নিজের দৌড় শুরু করল রাজামৌলি পরিচালিত ও রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘আরআরআর’ (RRR)।আন্তর্জাতিক পুরস্কার এল ভারতের ঝুলিতে। গোল্ডেন গ্লোব (Golden Globe Awards)পেল ভারতীয় ছবি আরআরআর। 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে পুরস্কার পেয়েছে এই ছবির জনপ্রিয় গান ‘নাট্টু নাট্টু’((Best Original Song for Naatu Naatu)। স্লামডগ মিলিওনেয়ারেও অরিজিনাল মিউজিকেই অ্যাকাডেমি পুরস্কারন এনেছিল ভারত। এবার সঙ্গীতের সেরার তকমা আন্তর্জাতিক স্তরে । খবরটি আসার পর থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে দেশে।এখনও চলছে অনুষ্ঠান। সেরা বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছে এই ছবি। দেখা যাক সেই তকমাও ছিনিয়ে আনতে পারে কিনা আর আর আর ।
And the GOLDEN GLOBE AWARD FOR BEST ORIGINAL SONG Goes to #NaatuNaatu #GoldenGlobes #GoldenGlobes2023 #RRRMovie
— RRR Movie (@RRRMovie) January 11, 2023
দুই রিয়েল-লাইফ হিরো কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজুর জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবি 'আর আর আর' এখন বিশ্বজয় করে চলেছে। আন্তর্জাতিক দর্শকদের মন মাতিয়ে রেখেছে এই ছবি। রাজুর চরিত্রে রাম চরণ ও ভীমের চরিত্রে জুনিয়র এনটিআর তো দর্শকদের মন জয় করেইছেন, সেই সঙ্গে আলিয়া ভট্ট, অজয় দেবগণ ও শ্রিয়া শরণের উপস্থিতিও মানুষকে কাছে টেনেছে। রয়েছেন ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন ও অ্যালিসন ডুডি।