Gauahar Khan With Husband And Father-In-Law (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ অক্টোবর: গওহর খানকে (Gauahar Khan) নিয়ে অভিনেত্রীর শ্বশুরমশাই যা বললেন, তা শুনলে চমকে উঠবেন অনেকেই। গওহর খানের শ্বশুর ইসমাইল দরবার সম্প্রতি ভিকি লালওয়ানির একটি সাক্ষাৎকারে হাজির হন। ওই সাক্ষাৎকারে হাজির হয়ে ইসমাইল দরবার (Ismail Darbar) বলেন, গওহর খান যেভাবে নিজের সন্তানদের বড় করছেন, তা প্রশংসার যোগ্য। তবে বিয়ের পর মা হয়ে গওহর যাতে অভিনয়ের দিকে আর না যান, সে বিষয়ে তাঁর ছেলের নিজের স্ত্রীকে বলা উচিত বলে মন্তব্য করেন স্বনামধন্য মিউজ়িক কম্পোজ়ার ইসমাইল দরবার।

তিনি বলেন, পুত্রবধূ গওহর খানকে তিনি কিছু বলতে পারেন না। পুত্রবধূকে বলার অধিকার তাঁর নেই। তবে বিয়ের পর অভিনয় ছেড়ে ঘর, সংসার সামলানোর কাজ যাতে গওহর আরও ভাল করে করতে পারেন, সে বিষয়ে মন্তব্য করতে শোনা যায় ইসমাইল দরবারকে।

এসবের পাশাপাশি ইসমাইল দরবার আরও বলেন, তাঁর দ্বিতীয় স্ত্রী আয়েষা বিয়ের পর আর কাজ করতেন না। তিনি সব কাজকর্ম ছেড়ে দিয়েছিলেন। সংসার এবং সন্তানদের জন্য আয়েষা নিজের কেরিয়ার ছেড়ে সরে আসেন। নিজের দ্বিতীয় স্ত্রীর প্রসঙ্গ তুলে ইসমাইল দরবার পুত্রবধূ গওহর খানের প্রসঙ্গ তোলেন এবং তাঁর অভিনয় ছাড়ার বিষয়ে মন্তব্য করেন। 

ভিকি লালওয়ানির সাক্ষাৎকারে হাজির হয়ে ইসমাইল দরবার পুত্রবধূর অভিনয় ছাড়ার বিষয়ে যে মন্তব্য করেন, তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে যায়। গওহর খানকে অভিনয় ছাড়তে বলার তিনি কে বলে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। এমনকী গওহর খানের নাম করে ইসমাইল দরবারের রুচি নিয়েও সমালোচনা করেন অনেকে।

গওহর খানের সিনেমা এবং অভিনয় নিয়ে কী বলেন ইসমাইল দরবার 

বলিউডের জনপ্রিয় মিউজ়িক কম্পোজ়ার বলেন, গওহর খানের সিনেমা তিনি দেখেন না। তিনি পুরনো ভাবধারা নিয়ে বড় হয়েছেন। তাই যে জিনিস তাঁকে কষ্ট দেবে, তা তিনি কখনও দেখেন না বলে জানান ইসমাইল দরবার।

মিউজ়িক কম্পোজ়ারের কথায়, গওহর খান তাঁদের বাড়ির বউমা। তাই বাড়ির মান সম্মান কীভাবে রক্ষা করতে হবে, তা জ়ায়েদ দরবারের ভাবা উচিত। তিনি কোনওভাবে গওহর খানকে অভিনয় বন্ধ করার কথা বলতে পারেন না। জ়ায়েদ কীভাবে তাঁর স্ত্রীর কাজ বন্ধ করবেন, তা তাঁর ছেলের ভাবা উচিত বলে মন্তব্য করেন ইসমাইল দরবার।