নয়াদিল্লি: সানি দেওলের ‘গদর ২’ বক্স অফিসে ঝড় তুলেছে। সানি দেওল ও আমিশা পটেল অভিনীত ছবিটি প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পূর্ণ করে ফলেছে। এই কয়েক দিনে বক্স অফিসে আলোড়ন ফেলেছে ছবিটি। এখন ‘গদর ২’ আরও একটি মাইলফলক অর্জন করতে চলেছে। শুক্রবার ৩০০ কোটি ছুঁতে পারে ছবিটি।
আগস্টে মুক্তি পাওয়া ‘গদর ২’ প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় শুরু করেছে। ছবিটি টিকিট উইন্ডোতে ৪০.১০ কোটির অ্যাকাউন্ট খুলেছে। শুধুমাত্র স্বাধীনতা দিবসে ছবিটি ৫৫ কোটিরও বেশি আয় করেছে।
দিনে কত আয় হয়েছে তা নেওয়া যাক-
প্রথম দিন - ৪০.১০ কোটি টাঁকা
দ্বিতীয় দিন - ৪৩.১০ কোটি টাঁকা
তৃতীয় দিন - ৫১.৭০ কোটি টাকা
চতুর্থ দিন - ৩৮.৭০ কোটি টাকা
পঞ্চম দিন - ৫৫.৪০ কোটি টাকা
ষষ্ঠ দিন - ৩২.৩৭ কোটি টাকা
সপ্তম দিন - ২২.০০ কোটি টাকা
উল্লেখ্য, 'গদর 2' ইতিমধ্যেই 'পাঠান'-এর পরে ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ ডোমেস্টিক উপার্জনকারী ছবিতে দাঁড়িয়েছে।