মুম্বই, ১ অক্টোবরঃ বিয়ের সপ্তাহ ঘোরার আগেই বিগ বস (Bigg Boss OTT) তারকা এবং সমাজমাধ্যমে প্রভাবী হিসাবে পরিচিত আদনান শেখের (Adnaan Shaikh) বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। আদনানের বোন বলে পরিচয় দেওয়া এক মহিলা মুম্বইয়ের গোরেগাঁওয়ের বাঙ্গুর নগর থানায় তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন। ঘটনার পর এই প্রথমবার মুখ খুললেন বিগ বস তারকা। আদনান দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এফআইআর-এর যে কপি দেখানো হয়েছে সেটিও ভুয়ো।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তার মাধ্যমে আদনান (Adnaan Shaikh) জানান, 'তিন চার দিন ধরেই আমায় নিয়ে গুজব ছড়াচ্ছে। আমার বিয়ের জৌলুস অনেকেই হজম করতে পারেনি। বিশেষ করে আমার কিছু পুরনো আত্মীয়রা। তাই এই ধরণের মিথ্যা অভিযোগ তুলছে। ভুয়ো এফআইআর-এর কপি প্রকাশ করছে'। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তিনিও যে পালটা এফআইআর দায়ের করেছেন সে কথাও জানান আদনান। পাশাপাশি ভিডিয়ো বার্তায় বিগ বস তারকা এও বলেন, মুম্বই পুলিশ এবং ভারতীয় সংবিধানের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। সঠিক সময় এলে প্রকৃত অপরাধীই শাস্তি পাবে।
ভিডিয়ো বার্তায় কী বললেন আদনান, দেখুন...
View this post on Instagram
দিন কয়েক আগে আদনানের বোন বলে পরিচয় দেওয়া এক মহিলা থানার দারস্ত হয়ে জানান, আদনান তাঁকে মারধর করেছে। সেই মর্মে বাঙ্গুর নগর থানায় সদ্য বিবাহিত দাদার বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ জানান ওই মহিলা। অভিযোগকারী মহিলা প্রথম একজন সমাজকর্মীকে তাঁর অভিযোগের কথা জানিয়েছিলেন। তারপর ওই সমাজকর্মীকে সঙ্গে নিয়ে তিনি থানায় গিয়ে আদনানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
মারধরের অভিযোগ আদনানের বিরুদ্ধে...
View this post on Instagram
শনিবার থানার বাইরে দাঁড়িয়ে একটি ভিডিয়ো বার্তায় আদনানের বোনের পরিচয় দেওয়া ওই মহিলা জানান, 'অবশেষ বহু চেষ্টার পর পুলিশ আমার অভিযোগ নথিভুক্ত করেছে। আমার দাদা আমায় মারধর করেছে, পুলিশ সেই অভিযোগের এফআইআর দায়ের করেছে'। তবে এই অভিযোগ পুরোপুরি ভুয়ো বলে উড়িয়ে দেন আদনান (Adnaan Shaikh)।