Fawad Khan (Photo Credit: ANI)

২০১৯ সালে পুলয়ামা হামলার পর পাকিস্তানের শিল্পীদের ভারতে আসায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাকিস্তানের অন্যান্য তারকাদের মত বলিউডে পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের (Fawad Khan) অভিনয়ে ইতি পড়েছে। তবে হিন্দি চলচ্চিত্র জগতে ফাওয়াদের ভক্ত সংখ্যা নেহাতই কম নয়। আজ ২৯ নভেম্বর তারকার জন্মদিন। ৪১ বছরে পা দিলেন অভিনেতা (Fawad Khan Birthday)। দীর্ঘ দিন যাবত পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। বলিউডে তাঁকে শেষ দেখা গিয়েছিল করণ জোহারের (Karan Johar) পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (Ae Dil Hai Mushkil) ছবিতে। বলিউডের ভক্তরা বেজায় মিস করেন তাদের প্রিয় ফাওয়াদকে। 'খুবসুরৎ' (Khoobsurat), 'কাপুর এন্ড সন্স' (Kapoor & Sons) প্রমুখ ছবিতে নিজের অভিনয় এবং গ্ল্যামর দিয়ে সে জয় করেছিল ভারতীয় ভক্তদের মন।

বলিউডে পা দেওয়ার পর দীর্ঘ ছয় বছর পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন ফাওয়াদ। ভারত থেকে নিষিদ্ধ হয়ে সেদেশে ফিরে যাওয়ার পরেও পর্দা থেকে নিজেকে বেশ কিছু দিন দূরে রেখেছিলেন তিনি। অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরে মুক্তি পেয়েছে ফাওয়াদ অভিনীত ‘মউলা জাট’ (The Legend Of Maula Jatt)। ছয় বছর পর আবার নিজেকে পুরনো অবতারে ফিরিয়ে এনেছেন তিনি। পাকিস্তানের প্রেক্ষাগৃহ ছাড়াও বিশ্বের নানা প্রান্তের থিয়েটারে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শকমহলের থেকে দারুন সারা পেয়েছে। ছবিতে ফাওয়াদের বিপরীতে অভিনয় করেছেন মাহিরা খান (Mahira Khan)। পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘হামসফর’ (Humsafar) এ জুটি বেঁধেছিলেন দুজনে। শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে বলিউডে ডেবিউও করেন মাহিরা। ২০১৭ সালে ‘রাইজ’ (Raaes) ছবি ছিল বলিউডে তাঁর প্রথম কাজ।