Allu Arjun (Photo Credit: Instagram)

২৪ ঘন্টাও কাটেনি, তার আগে সন্ধ্যা থিয়েটার দুর্ঘটনায় জামিন পেলেন সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)। শুক্রবার সকালেই তাঁকে গ্রেফতার করেছিল । আর বিকেলের মধ্যে তেলেঙ্গানা হাইকোর্ট তাঁর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। আর তারপরেই চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে ভক্তদের ভিড় দেখা গেল চোখে পড়ার মতো। ভক্তরা আল্লু অর্জুনের নামে উল্লাস করছিলেন। অভিনেতার আইনজীবী রঙ্গ প্রসাদ বলেন, হাইকোর্টে ক্রস পিটিশন বিচারাধীন ছিল। ফলে সেই অবস্থায় পুলিশ তাঁকে আটক করেছে।

আইনজীবী আরও বলেন, এক্ষেত্রে সমস্যা হয়েছিল যে আটক করার আগে আপনাকে ব্যক্তিগত জামিনের আবেদন করতে হবে। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। তবে আবেদন ছাড়াও আদালতের অন্তবর্তীকালীন জামিন দেওয়ার ক্ষমতা রয়েছে। আর সেই কারণেই আদালতে আমরা জানাই যে এই ঘটনার সঙ্গে আল্লু অর্জুনের মতো অভিনেতার কোনও যোগাযোগ নেই। আর সেই কারণেই অভিনেতাকে অবশেষে জামিন দেওয়া হল।