করিনার সঙ্গে সোহা, সাবা, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৫ মে: করিনার (Kareena Kapoor Khan) সঙ্গে সোহা, সাবা। পরিবারের এমনই একটি ছবি যখন প্রকাশ্যে আনেন সাবা, সেখানে দেখা যায়নি সইফ আলি খানকে (Saif Ali Khan)। তৈমুরের জন্মদিনের ঘরোয়া পার্টিতে পতৌদি পরিবারের ৩ 'গ্ল্যাম লেডি' যখন এক ফ্রেমে, সেই সময় ছোট নবাব কোথায় গেলেন বলে প্রশ্ন করেন অনেকে।

তৈমুরের (Taimur Ali Khan) জন্মদিনে যে ছবি সাবা শেয়ার করেন, সেখানে সোহা, সাবা, করিনা, তিনজনকেই কালো পোশাকে দেখা যায়। তিনজনকে এক ফ্রেমে দেখে, 'রাজকীয় ছবি' বলে অনেকে উল্লেখ করেন। তবে সইফ কোথায় গেলেন বলে তারকা দম্পতির অনুরাগীরা প্রশ্ন তোলেন।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: করোনায় মানসিক অবসাদের সঙ্গে লড়ছেন? কী বললেন করিনা

 

View this post on Instagram

 

প্রায়শই সাবাকে দেখা যায়, পতৌদি পরিবারের বিভিন্ন ছবি শেয়ার করতে।কখনও সারা, ইব্রাহিমের ছবি শেয়ার করেন সাবা, আবার কখনও তৈমুর এবং ইনায়ার ছবি শেয়ার করেন শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) কন্যা। সবকিছু মিলিয়ে, সাবা আলি খানকে প্রায়শই নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়ে যায়।