মুম্বই, ৮ জুলাই: অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলির (Virat Kholi) মেয়ে ভামিকার (Vamika) সম্পর্কে খুব কম তথ্য মেলে। অনুষ্কা এবং বিরাট সব সময় নিজের সন্তানদের গোপণীয়তা বজায় রাখতে বদ্ধপরিকর। সেই কারণে অনুষ্কা-বিরাটের ৪ বছরের মেয়ে ভামিকাকে ঠিক কেমন দেখতে, সে বিষয়ে কোনও তথ্য মেলে না সেভাবে। সম্প্রতি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে তাঁদের ছোট সন্তান ভামিকার একটি ছবি (এমন দাবি করা হয়) প্রকাশ্যে আসে। যা দেখে অনেকেই মন্তব্য করেন, ভামিকাকে তাঁর মা অনুষ্কার মত দেখতে অনেকটাই। অনুষ্কা, বিরাটের সঙ্গে ভামিকা রয়েছে বলে যে ছবিটি ছড়িয়ে পড়ে, তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে আদতে যে খুদের মুখ সামনে আসে, সে কি সত্যিই বিরাট এবং অনুষ্কার মেয়ে, এমন প্রশ্ন তুলতে শুরু করেন অনকে।
বিরাট, অনুষ্কার সঙ্গে থাকা মেয়েটি কি সত্যিই তাঁদের সন্তান ভামিকা?
জানা যাচ্ছে, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সঙ্গে যে খুদে রয়েছে, সে অভিনেত্রীর মত অনেকটা দেখতে হলেও, ভামিকা নয়। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে, অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে ভামিকাকে ছবিতে তুলে আনা হয়েছে। ফলে যে ছবিটি বিরাট এবং অনুষ্কার সঙ্গে দেখা যাচ্ছে, সে কোনওভাবেই ভামিকা নয় বলে স্পষ্ট জানানো হয়েছে।