Monali Thakur (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ সেপ্টেম্বর:  এবার বিচ্ছেদ হচ্ছে মোনালি ঠাকুরের (Monali Thakur)? স্বামী মাইক রিকটারের (Mike Richter) সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন জনপ্রিয় গায়িকা?  এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে মোনালি ঠাকুর (Monali Thakur Divorce) বা মাইক রিখটার এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেননি। ফলে খবর ছড়াচ্ছে ঠিকই কিন্তু তা কতদূর সত্যি, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মোনালি ঠাকুর এবং মাইক রিখটার বিয়ে করেন ২০১৭ সালে। সুইৎজ়ারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিখটারের সঙ্গে একেবারে গোপণে মুম্বইতে বিয়ে সারেন মোনালি ঠাকুর। তবে কাজের প্রয়োজনে মোনালি ভারতে এবং মাইক রিখটার সুইরজ়ারল্যান্ডেই থাকেন বেশিরভাগ সময়ে। ফলে দূরত্বই কি শেষ পর্যন্ত মোনালি এবং মাইকের সংসারে ভাঙন ধরাল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

মাইক রিখটারকে ইনস্টাগ্রাম আনফলো করে দিয়েছেন মোনালি ঠাকুর...

 

 

View this post on Instagram

 

সূত্রের খবর, মোনালি এবং মাইক দুজনেই একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। ফলে এই দম্পতির মধ্যে কথাবার্তা নেই দীর্ঘদিন ধরে। দুজন ২ দেশে থাকেন। ফলে তাঁদের দূরত্ব যে কখন বেড়ে গিয়েছে, তা কেউ হয়ত বুঝতে পারেননি। এমনই মনে করছেন অনেকে।