মুম্বই, ২৩ সেপ্টেম্বর: আবার একসঙ্গে দেখা গেল অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং মালাইকা অরোরাকে (Malaika Arora)। শুধু একসঙ্গে বললে ভুল হবে, প্রাক্তন জুটিকে দেখা যায়, একে অপরকে আলিঙ্গন করতে। 'হোমবাউন্ডের' প্রিমিয়ারে সোমবার রাতে হাজির হন মালাইকা অরোরা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন অর্জুন কাপুর। প্রাক্তন দম্পতি একে অপরের সামনে আসতেই উষ্ণ আলিঙ্গন করেন। দু, চারটি কথাও হয় তাঁদের মধ্যে। যা পাপারাৎজ়ির নজর এড়ায়নি। ফলে অর্জুন এবং মালাইকা অরোরা একে অপরের সামনে আসতেই, কথাবার্তা এবং আলিঙ্গন সেরে ফেলেন এবং সেখান থেকে সরে যান।
'হোমবাউন্ডের' প্রিমিয়ার থেকে অর্জুন এবং মালাইকা অরোরার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে জোর চর্চাও শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।
আরও পড়ুন: Malaika Arora Hot Video: কালো রঙের বুক চেরা টপে সেজে হাজির 'সেক্সি' মালাইকা, দেখুন ভিডিয়ো
দেখুন অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার সেই ভিডিয়ো..
View this post on Instagram
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা অরোরা (Malaika Arora Hot Video) অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। বেশ কয়েক বছর অর্জুন, মালাইকারো 'রোমান্সে' ম ম করত গোটা বলিউড। মুম্বইয়ের বাইরেও তাঁদের একাধিকবার ছুটি কাটাতে দেখা যায়। তবে সেই সম্পর্ক হঠাৎ করেই ভেঙে যায়। বিচ্ছেদ হয়ে যায় এই জুটির।
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে অন্য কারও নাম এখনও জড়ায়নি। তবে মালাইকার সঙ্গে কখনও দিনো মোরিয়ার নাম জড়িয়েছে আবার কোনও রহস্যময় ব্যক্তির হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে মাল্লাকে। তবে তিনি কে, সে বিষয়ে এখনও কোনও খবর প্রকাশ্যে আসেনি।
অন্য দিকে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর আরবাজ খান সুরা খানকে বিয়ে করেন। বিয়ের কয়েকদিনের মধ্যেই সুখবর মেলে। জানা যায়, আরবাজ দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা সুরাকে নিয়ে খুব সাবধানে তাই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যায় আরবাজ খানকে।