নয়াদিল্লিঃ সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর। এ বার ভারত কাঁপাতে আসছেন ডুয়া লিপা(Dua Lipa)। চলতি বছরের নভেম্বরের ৩০ তারিখ থেকে মুম্বইতে (Mumbai)শুরু হবে 'জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৪(Zomato Feeding India Concert 2024)।' সেই উদ্দ্যশেই দেশে আসছেন তিনি। জানা যাচ্ছে, ডুয়ার তৃতীয় অ্যালবাম(Album) 'র্যাডিকাল অপটিমিজিম'-এর প্রচার ভারত(India) সফরের অন্যতম লক্ষ্য। সোশ্যাল মিডিয়ায় ভারত সফরের কথা নিজেই জানান পপ গায়িকা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "ভারত,আমি আসছি। এই বছরের প্রথমে আমার ভারত সফর মনে করিয়ে দেয় এই দেশকে আমি কতটা ভালবাসি।" এখানেই শেষ নয়, তিনি আরও যোগ করেন, "যে ভালবাসা আমি ভারতীয়দের কাছ থেকে পেয়েছি তা ভোলার নয়।ফের আবার সকলের সঙ্গে দেখা হবে তা ভেবে আর অপেক্ষা করতে পারছি না। নভেম্বরের কনসার্ট নিয়ে ভীষন উৎসাহী। দেখা হচ্ছে!" প্রিয় গায়িকার ভারতে আসার খবর পেয়ে বেজায় খুশি অনুরাগীরা।
ভারত সফরে আসছেন পপ তারকা ডুয়া লিপা
"India, I'm Coming Back": Dua Lipa Announces Mumbai Concert https://t.co/v3Ptv0OmGD pic.twitter.com/nMsjq2mvF8
— NDTV Movies (@moviesndtv) August 25, 2024