Disha Patani Father: জালিয়াতির শিকার হলেন অভিনেত্রী দিশা পাটানির বাবা তথা অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার জগদীশ সিং পাটানি (Jagdish Singh Patani)। উচ্চ পদের প্রলোভন দেখিয়ে অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপারের কাছ থেকে ২৫ লক্ষ টাকা লুট করার অভিযোগ উঠেছে। শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ, প্রীতি গর্গ সহ এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সব মিলিয়ে মোট পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর (FIR)। আর্থিক প্রতারণা, অপরাধমূলক ভয় দেখানো এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে ওই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলির বাসিন্দা জগদীশ পাটানি এফআইআর-এ জানিয়েছেন, শিবেন্দ্র প্রতাপ সিং নামে তাঁর একজন পরিচিত ব্যক্তি তাঁকে দিবাকর গর্গ এবং আচার্য জয়প্রকাশ নামে দুই ব্যক্তির সঙ্গে পরিচয় করান। অভিযুক্তরা দাবি করেন, তাঁদের রাজনৈতিক সংযোগ রয়েছে। আর সেই প্রভাব খাটিয়ে জগদীপকে সরকারি কমিশনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান বা অন্য মর্যাদাপূর্ণ পদের বসাতে পারবেন। এই কাজের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি করেছিলেন অভিযুক্তরা।
প্রতারকদের প্রলোভনে পা দেন অভিনেত্রীর বাবা। দাবি মত ২৫ লক্ষ টাকা তাঁদের হাতে তুলেও দেন তিনি। ৫ লক্ষ টাকা নগদ এবং ৩০ লক্ষ টাকা তিনটি ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে স্থানান্তর করেন জগদীশ। তবে তিন মাস পার হয়ে যায় অথচ প্রতিশ্রুতির কোন অগ্রগতি দেখেননি দিশার বাবা। এরপরেই নিজের টাকা সুদ-সহ ফেরত চান তিনি। কিন্তু টাকা ফেরাতে অস্বীকার করেন প্রতারকের দল। উলটে হুমকি দেওয়া শুরু করেন তারা। তিনি যে জালিয়াতির ফাঁদে পা দিয়েছেন তা বুঝতে পেরেই পুলিশের দারস্ত হন জগদীশ। দায়ের করেন এফআইআর।