মুম্বই: বলি তারকা দিশা পাটানি শুক্রবার ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩ (Lakme Fashion Week 2023)-এর র্যাম্প শোতে অংশ নিয়েছেন। তাঁর র্যাম্প শো দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। দিশা একটি সুন্দর প্যাস্টেল রঙের প্লাঞ্জিং-নেক ব্লাউজ সঙ্গে ফ্লোরাল ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন। তাঁর এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি দেখে আপ্লুত হয়েছেন তাঁর ভক্তরা। বর্তমানে বলিউডে নতুন তারকাদের মধ্যে অন্যতম আকর্ষণ দিশা পাটানি (Disha Patani)। বলিউডে চুটিয়ে অভিনয় করছেন দিশা। সিনেমা ছাড়াও মডেলিং, বিভিন্ন বিজ্ঞাপন, ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হিসেবে তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দেখুন দিশার নতুন ছবি
Disha Patani stuns in pastel lehenga at Lakme Fashion Week 2023
Read @ANI Story | https://t.co/nY6RmlRxDx#DishaPatani #LakmeFashionWeek #LakmeFashionWeek2023 pic.twitter.com/OrhIS0Zwn9
— ANI Digital (@ani_digital) October 13, 2023