Rashmika Mandanna and Vijay Deverakonda (Photo Credits: Instagram)

জন্মদিন মানেই কাজ থেকে ছুটি। পরিবার কিংবা প্রিয় মানুষটির সঙ্গে জমিয়ে দিনটিকে উপভোগ করা। সদ্য ২৯'তম জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। গত ৫ এপ্রিল ছিল নায়িকার জন্মদিন। তবে জন্মদিনে দেশে ছিলেন না তিনি। কাজ থেকে বিরতি নিয়ে বিদেশের মাটিতে নিজের জন্মদিন উদযাপন করলেন দক্ষণী সুন্দরী। মরুভূমির দেশে ওমানে (Oman) পাড়ি দিয়েছেন রশ্মিকা। তবে গুঞ্জন, নায়িকা একা নন, সঙ্গে গিয়েছেন তাঁর চর্চিত প্রেমিক থুড়ি 'ঘনিষ্ঠ বন্ধু' অভিনেতা বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda)। দুই তারকার ইনস্টাগ্রাম পোস্ট দেখে তেমন কিছুই অনুমান করছে ভক্তকুল।

শনিবার, ৫ এপ্রিল ছিল নায়িকার জন্মদিন। এদিন ওমানের সমুদ্র সৈকত থেকে নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সৈকতে বসে সাদা বালির সঙ্গে খেলা করছেন সঙ্গে সূর্যাস্ত উপভোগ করছেন। ছবির ক্যাপশনে রশ্মিকা লেখেন, 'কিছু সমুদ্র সৈকত, কিছু বালি, কিছু সূর্যাস্ত, কিছু ফুল। তোমার সমস্ত ভালোবাসা এবং শুভেচ্ছা সহ অনেক হাসি'।

ওমানের সমুদ্র সৈকতে রশ্মিকাঃ

ঠিক তার পরের দিনই অভিনেতা বিজয় তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে কিছু ছবি শেয়ার করেছেন। তিনিও রয়েছেন সমুদ্র সৈকতে। সৈকতে হাঁটা, ঘোড়ায় চড়া, বসে সূর্যাস্ত উপভোগ করা অভিনেতার সেই সমস্ত ছবি যেন বারে বারে ইঙ্গিত দিচ্ছেন, তিনিও রয়েছেন ওমানে। তাঁর স্বপ্ন সুন্দরী রশ্মিকার সঙ্গে।

সমুদ্র সৈকতে বিজয়ঃ

 

View this post on Instagram

 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

এর আগেও একাধিকবার দুজন একসঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছেন। তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টই বলছে সেই কথা। কারণ বিদেশের মাটিতে একই ব্যাকগ্রাউন্ডে ছবি শেয়ার করে অনুরাগীদের কাছে ধরা পড়ে গিয়েছেন দুজন। শোনা যায়, ২০১৮ সালে 'গীতা গোবিন্দম' (Geetha Govindam) ছবিই রশ্মিকা এবং বিজয়ের প্রেমের সূত্রপাত। যদিও সম্পর্ক নিয়ে দুজনের কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

কাজের প্রসঙ্গে, সদ্য মুক্তি পেয়েছে রশ্মিকার (Rashmika Mandanna) সিকন্দর (Sikandar)। বলিউড ভাইজান সলমন খানের (Salman Khan) সঙ্গে নায়িকার সেই ছবি দর্শক টানতে পারেনি। যদিও ফেব্রুয়ারি মুক্তি পাওয়া রশ্মিকা এবং ভিকি কৌশলের 'ছাবা' (Chhaava) বক্স অফিসে দারুণ সফল। এদিকে সামনেই মুক্তি বিজয়ের 'কিংডম' (Kingdom)। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। মে মাসের শেষে দিকেই মুক্তি পাবে ছবিটি।