Dhanashree Verma (Photo Credit Instagram)

নয়াদিল্লি: ধনশ্রী ভার্মা বর্তমানে ম্যানহাটনে ছুটি কাটাচ্ছেন। নাচের কোরিওগ্রাফার ম্যানহাটনের ওয়েস্ট ভিলেজ থেকে তাঁর ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে তাঁকে সাদা লেসের স্কার্টের সঙ্গে একটি স্ট্র্যাপলেস টিউব টপে দেখা যাচ্ছে। হালকা মেকআপ এবং রোদচশমায় তাঁকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে। ধনশ্রী ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশন লিখেছেন, "Good laughter at great lunch”

কোরিওগ্রাফার, ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বাদেও ধনশ্রীর আরেকটি পরিচয় রয়েছে  তিনি পেশায় ডেন্টিস্টও বটে। ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রী বিয়ে করেন ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে। সোশ্যাল মিডিয়া সেনসেশন ধনুশ্রীর নাচের ভিডিও প্রায়শই ভাইরাল হয়।

 

View this post on Instagram

 

A post shared by Dhanashree Verma (@dhanashree9)