কলকাতা, ২৭ জুন: জন্মদিনে একেবারে অন্যভাবে ভালবাসা জানালেন দেব (DEV)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রুক্মিণীর (Rukmini Maitra) ছবি পোস্ট করেন অভিনেতা। যেখানে তিনি রুক্মিণীকে তাঁর সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন। রুক্মিণী যে দেবের সবচেয়ে বড় সমর্থক, এমন কথাও বলতে শোনা যায় টলিউডের সুপারস্টারকে। তাইতো রুক্মিণীর জন্মদিনে একেবারে অন্যরকম ছবি পোস্ট করেন দেব।
দেখুন বিশেষ বান্ধবীর জন্মদিনে কোন ছবি পোস্ট করলেন দেব...
এদিকে নিজের জন্মদিনে অর্থাৎ রথযাত্রার দিনে কলকাতা ছেড়ে অন্যত্র চলে গেলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। রথযাত্রায় ইসকনের আমন্ত্রণে মায়াপুরে যান রুক্মিণী। সালওয়ার কামিজে সেজে একেবারে অন্যরকমভাবে রথযাত্রার দিনে রুক্মিণী হাজির হন মায়াপুর ইসকন মন্দিরে।
প্রসঙ্গত পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ছবি বিনোদিনী করার সময় থেকেই রুক্মিণীর যে কৃষ্ণ ভক্তির কথা, তা বিভিন্নভাবে প্রকাশ্যে আসতে শুরু করে। বিনোদিনী মুক্তি পাওয়ার পরও তাই ফের মায়াপুর ইনকন মন্দিরে দেখা গেল টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।