হায়দরাবাদ, ১৫ ডিসেম্বরঃ জেলমুক্তির পরের দিনই অল্লু অর্জুন (Allu Arjun) ছুটে গেলেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীর (Chiranjeevi) বাড়িতে। চিরঞ্জীবী সম্পর্কে অল্লুর পিসেমশাই হন। গত ৪ ডিসেম্বর অভিনেতার ছবি 'পুষ্পা ২'এর (Pushpa 2) প্রিমিয়ারে এসে এক মহিলা পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। সেই ঘটনার জেরে হায়দরাবাদ পুলিশ শুক্রবার গ্রেফতার করে অল্লু অর্জুনকে (Allu Arjun Arrest)।
নিম্ন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অল্লু (Allu Arjun) তেলেঙ্গানা হাইকোর্টের দারস্ত হন। সেখানে অন্তর্বর্তী জামিন মেলে অভিনেতার। তবে জামিনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি সেইরাতে। তাই শুক্রবার রাতটা জেলেই থাকতে হয় পুষ্পাকে। পরের দিন শনিবার ভোর হতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তেলুগু সুপারস্টার। এদিন অভিনেতার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে আসেন অনেকেই। এসেছিলেন পুষ্পা পরিচালক সুকুমার, অভিনেতা বিজয় দেবেরাকন্ডা-সহ আরও অনেকে। এই ঘটনার পর রবিবার নিজে বাড়ি থেকে বের হলেন পুষ্পা। স্ত্রী স্নেহা রেড্ডি (Sneha Reddy) এবং মেয়েকে সঙ্গে নিয়ে গেলেন পিসির বাড়িতে। দেখা করলেন প্রবীণ অভিনেতা তথা পিসেমশাই চিরঞ্জীবীর (Chiranjeevi) সঙ্গে।
জেল মুক্তির পরের দিনই চিরঞ্জীবীর সঙ্গে দেখা করতে গেলেন অল্লু...
Icon Star @alluarjun along with his family met Megastar @KChiruTweets garu at his residence this afternoon! pic.twitter.com/qkcU2rehWv
— Team Allu Arjun (@TeamAAOfficial) December 15, 2024
অল্লুর (Allu Arjun) গ্রেফতারি এবং জামিন নিয়ে শোরগোলের মাঝে তড়তড়িয়ে বেড়ে গেল 'পুষ্পা ২: দ্য রুল'এর (Pushpa 2: The Rule) ব্যবসা। চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, এই আবহে ৭১ শতাংশ বেড়েছে অল্লু এবং রশ্মিকার ছবির ব্যবসা (Pushpa 2 Box Office Collection)। বিশ্বজুড়ে মাত্র ১০ দিনে ছবির ব্যবসা ১০০০ কোটি টাকা।