প্রযোজক আলিয়া ভাট এর প্রথম কাজ আসতে চলেছে নেটফ্লিক্সে।পারভেজ শেখ এর চিত্রনাট্য এবং জসমীত কেরিন এর পরিচালনায় আগামী ৫ই অগাষ্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ডার্লিং । তারই প্রোমো আজ দর্শকদের জন্য শেয়ার করেছেন আলিয়া।আলিয়া ছাড়াও এই ছবির প্রযোজক হিসাবে আছেন গৌরী খান ও গৌরব ভর্মা। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও ইটারনাল সানশাইন প্রোডাকশানের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি।
It’s just a tease Darlings.
Arriving 5th August#DarlingsOnNetflix pic.twitter.com/6vx2fOVN0k
— Alia Bhatt (@aliaa08) July 5, 2022
মা আর মেয়ের লড়াইয়ের কাহিনি নিয়ে গড়ে উঠেছে এই ছবির গল্প। মুখ্য চরিত্রে আছেন আলিয়া ভাট, শেফালী শাহ, বিজয় ভার্মা ও রোশন ম্যাথেউজ।প্রযোজক হিসাবে আলিয়ার মত পরিচালক জসমীতের প্রথম কাজ ডার্লিং।প্রোমোর শেয়ার করার পাশাপাশি নেটফ্লিক্স ইনস্টাগ্রামে ছবির পোস্টারও শেয়ার করেছে দর্শকদের জন্য।আর ক্যাপশনে
View this post on Instagram
এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন বিশাল ভরদ্বাজ এবং গানের কথা লিখেছেন গুলজার।ফেব্রুয়ারিতে সঞ্জয় লীলা বনশালির গাঙ্গুবাঈয়ের পর ২০২২ এ আলিয়ার এটি দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে।