Photo Credit_Twitter

প্রযোজক আলিয়া ভাট এর প্রথম কাজ আসতে চলেছে নেটফ্লিক্সে।পারভেজ শেখ এর চিত্রনাট্য এবং জসমীত কেরিন এর পরিচালনায় আগামী ৫ই অগাষ্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ডার্লিং । তারই প্রোমো আজ দর্শকদের জন্য শেয়ার করেছেন আলিয়া।আলিয়া ছাড়াও  এই ছবির প্রযোজক হিসাবে আছেন গৌরী খান ও গৌরব ভর্মা। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও ইটারনাল সানশাইন প্রোডাকশানের ব্যানারে মুক্তি পাচ্ছে  এই ছবি।

মা আর মেয়ের লড়াইয়ের কাহিনি নিয়ে গড়ে উঠেছে এই ছবির গল্প। মুখ্য চরিত্রে আছেন আলিয়া ভাট, শেফালী শাহ, বিজয় ভার্মা ও রোশন ম্যাথেউজ।প্রযোজক হিসাবে আলিয়ার মত পরিচালক জসমীতের  প্রথম কাজ ডার্লিং।প্রোমোর শেয়ার করার পাশাপাশি নেটফ্লিক্স ইনস্টাগ্রামে ছবির পোস্টারও  শেয়ার করেছে দর্শকদের জন্য।আর ক্যাপশনে

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

 

এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন বিশাল ভরদ্বাজ এবং গানের কথা লিখেছেন গুলজার।ফেব্রুয়ারিতে সঞ্জয় লীলা বনশালির গাঙ্গুবাঈয়ের পর ২০২২ এ আলিয়ার এটি দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে।