৬৮তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে দাদাসাহেব পুরস্কার পেলেন আশা পারেখ। তাঁর হাতে সেই সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সিনেমায় অভিনেত্রী আশা পারেখ-এর অবদানকে স্বীকৃতি দিয়েই তুলে দেওয়া হয় দাদাসাহেব সম্মান। ১৯৫২ সালে ‘আসমান’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় সফর শুরু হয়েছিল এই বলিউড সুন্দরীর। এরপর ‘কাটি পতঙ্গ’,'তিসরি মঞ্জিল', ‘দো বদন',‘ক্যারাভান’ ‘উপকার’-এর মতো হিট ছবির নায়িকা হিসাবে দেখা মিলেছে তাঁর। হিন্দির পাশাপাশি গুজরাতি, পাঞ্জাবি ভাষার ছবিতেও দাপটের সঙ্গে একটা সময় কাজ করেছেন আশা।১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'-এর চেয়ারপার্সনের পদে ছিলেন। তিনিই প্রথম মহিলা হিসেবে ওই পদ পান।
Dadasaheb Phalke Award for 2020 awarded to #AshaParekh for her exemplary lifetime contribution to Indian Cinema.#NationalFilmAwards pic.twitter.com/NO5Vfu75ah
— All India Radio News (@airnewsalerts) September 30, 2022
বর্ষীয়ান শিল্পী জানান, '' দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া আমার কাছে বিশাল সম্মানের। আমার ৮০ তম জন্মদিনের ঠিক একদিন আগে এই সম্মান পেলাম, আরও ভাল লাগছে।''
#WATCH | Delhi: Veteran actress Asha Parekh receives Dadasaheb Phalke Award at 68th #NationalFilmAwards ceremony.
"It is a huge honour to have received Dadasaheb Phalke Award. It makes me very grateful that the recognition comes to me just one day before my 80th b'day," she says pic.twitter.com/0jxGE16cT1
— ANI (@ANI) September 30, 2022