Saif Ali Khan attacker arrested (Photo Credits: X, Instagram)

নয়াদিল্লিঃ রবি সকালে স্বস্তির খবর শুনিয়েছে মুম্বই পুলিশ(Mumbai Police)। থানে থেকে গ্রেফতার হয়েছে বলিউড অভিনেতা সইফ আলি খানের(Saif Ali Khan) উপর হামলাকারী। আজ, রবিবারই তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। খাড় থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের কাছে। অভিযুক্তের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে বলে খবর। ভারতীয় নয়, অভিযুক্ত বাংলাদেশি বলেই অনুমান গোয়েন্দা আধিকারিকেরা। পাঁচ মাস আগে ভারতে আসে সে। কোনও বৈধ নথি মেলেনি তার কাছ থেকে, এমনটাই পুলিশ সূত্রে খবর।

সামনে এল অভিযুক্তের আসল পরিচয়

জানা গিয়েছে, থানে শহরের হিরানন্দানি এস্টেটে মেট্রো নির্মাণকাজের পিছনে শ্রমিকদের থাকার জায়গায় লুকিয়ে ছিল মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ওরফে বিজে।। নিজের নাম বদলে শ্রমিকদের ডেরায় থাকছিল সে। নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয় অভিযুক্ত। এরপর তদন্তকারীদের একাধিক দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মুম্বই পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে মহম্মদ আলিয়ান। প্রসঙ্গত, এর আগে সইফের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

:সইফ আলি খানের উপর হামলাকারী বাংলাদেশি