Zubeen Garg Death Case: অসম তথা বলিউড-টলিউডের তারকা গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। সিঙ্গাপুরে (Singapore) জুবিনের দেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই ময়নাতদন্তের রিপোর্টেই পরিষ্কার হয়ে যাবে তাঁর মৃত্যুর কারণ। অসম সরকার জুবিনের রহস্যমৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। যে ‘দ্য নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন, তার আয়োজক শ্যামকানু মাহান্তাকে ঘিরে বড় ধরনের সমালোচনা চলছে। জুবিনের মৃত্যুর তদন্ত নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্য পুলিশের ডিজিপিকে সমস্ত FIR সিআইডিতে হস্তান্তরের জন্য নির্দেশ দিয়েছেন। জুবিন গর্গের মৃত্যুতে সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজকদের নিয়ে তুমুল সমালোচনা চলছে। অভিযোগ উঠছে, আয়োজকদের গাফিলতির জেরেই প্রাণ গিয়েছে গায়কের! তার ভিত্তিতেই এবার গুয়াহাটি পুলিশ FIR দায়ের হয়। বছর তিনেক আগে গায়ক কেকের মৃত্যুর সময়ও একই অভিযোগ উঠেছিল।
শ্যামকানু মাহান্তা-র বিরুদ্ধে দায়ের FIR
প্রসঙ্গত, মাহান্তা এবং জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থের বিরুদ্ধে মৃত্যুর মামলায় একাধিক FIR দায়ের করা হয়েছে। মাহান্তা সিঙ্গাপুরে ‘দ্য নর্থইস্ট ফেস্টিভ্যাল’ আয়োজন করেছিলেন, যেখানে জুবিনকে আমন্ত্রণ জানানো হয়। জুবিনের ঘনিষ্ঠ সহযোগীরা মিডিয়াকে ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি উৎসবে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন না কারণ তার সিনেমার সঙ্গে সম্পর্কিত কিছু কাজ বাকি ছিল।
দেখুন খবর
🚨BREAKING: CID investigation directed against Shyamkanu Mahanta in the Zubeen Garg Death Case;
👇: Read more
Amidst huge outrage against ‘The Northeast Festival’ organiser Shyamkanu Mahanta, the Assam Chief Minister has directed Assam Police DGP to transfer all the FIRs to the… pic.twitter.com/VXjggHTsnw
— The Truth India (@thetruthin) September 20, 2025
রহস্য বাড়ছে
মাহান্তা একটি 'পরবর্তীতে ডিলিট করা' সাক্ষাৎকারে দাবি করেছিলেন, জুবিন সিঙ্গাপুরে পারফর্ম করতে বেশি আগ্রহী ছিলেন। কিন্তু সমালোচনার পর ওই সাক্ষাৎকারটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মুছে ফেলেছে।