আগামী ৮ মার্চ মুক্তি পেতে চলেছে অজয় দেবগন (Ajay Devgn) এবং আর মাধবন (R Madhavan) অভিনীত 'শয়তান' (Shaitaan)। ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর বেশ ভালোই সাড়া ফেলেছিল। ইতিমধ্যে সিবিএফসির (Central Board of Film Certification) তরফ থেকে U/A সার্টিফিকেট পেয়ে গিয়েছে। তবে শয়তান  যে গুজরাটি সিনেমার রিমেক, সেই 'বশ' (Vash) ছবিটি কিন্তু যখন মুক্তি পেয়েছিল তখন A সার্টিফিকেট এবং ৮টি জায়গায় কাট করার নির্দেশ দিয়েছিল  সেন্সর বোর্ড।

কিন্তু 'শয়তান'-এ ৪টি বিষয় পরিবর্তন করার নির্দেশ দিয়ে সিবিএফসি। যার মধ্যে প্রথমটি হল ছবি শুরুর আগে ভয়েসওভার সমেত একটি ডিসক্লেমার দিতে হবে যে  ছবিটি কোনওভাবে কালাজাদুকে সমর্থন করে না। এছাড়া ছবিতে মাদক সেবন বেশি দেখানো হয়েছে, আর সেটা দর্শকদের ওপর বাজে প্রভাব ফেলবে, তাই এই সংক্রান্ত যেন একটি বার্তা দেওয়া থাকে। ছবিতে একটি জায়গা অশ্নীল ভাষার প্রয়োগ আছে সেটি পরিবর্তন করতে হবে এবং ছবির বেশ কয়েকটি দৃশ্যে রক্তের ব্যবহার বেশি মাত্রায় আছে, সেগুলি ২৫ শতাংশ কমাতে হবে।

যদিও নির্মাতারা এই ৪টি পরিবর্তন করবে বলে নিশ্চিত করেছে। কিন্তু অন্যদিকে এই 'শয়তান' যে সিনেমার রিমেক সেই 'বশ' কেন সেই সময় অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছিল এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। তবে গুজরাটি সিনেমার নির্মাতারা বলছেন আগে 'শয়তান' রিলিজ হোক, তারপর কেন এই ছবি U/A সার্টিফিকেট পেল সেই নিয়ে আলোচনা করা যাবে।