মুম্বই, ৪ জুলাই: জাহ্নবীর (Janhvi Kapoor) জন্মের খবর শুনে ভেঙে পড়েছিলেন অংশুলা (Anshula Kapoor)। তখন তাঁর মাত্র ৬ বছর বয়স। ওই সময়ই বনি কাপুর (Boney Kapoor) এবং শ্রীদেবীর প্রথম সন্তান জাহ্নবীর জন্ম হয়। শ্রীদেবীকে যখন বিয়ে করেন বনি কাপুর, তখন থেকেই অর্জুন কাপুর এবং অংশুলা কাপুরদের নিয়ে দূরে থাকতেন মোনা শৌরী। এরপর তাঁর ৬ বছর বয়সে শ্রীদেবীর কোলে আসেন জাহ্নবী। যে খবর পেতেই ভেঙে পড়েন অংশুলা কাপুর। অংশুলা ভাবতে বসে যান, তাঁর জন্যই বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে এবং বনি কাপুর চলে গিয়েছেন শ্রীদেবীর কাছে। অর্থাৎ মোনা শৌরী এবং বনি কাপুরের বিচ্ছেদের জন্য অংশুলা নিজেকে দায়ি শুরু করেন। অংশুলার বাগদানের পর এবার এমন খবরই প্রকাশ্যে এল।
পিঙ্কভিলার সাক্ষাৎকারে অংশুলা বলেন, জাহ্নবীর জন্মের পর তিনি ভাবতে শুরু করেন, তাঁর আসার আগে সবাই খুশি ছিল। যেই তিনি পৃথিবীতে এলেন, তাঁর বাবা-মায়ের সংসার ভেঙে গেল। তাঁর জন্যই বনি, মোনা পৃথক হয়েছেন বলে মনে করতেন অংশুলা কাপুর।
আরও পড়ুন: Rashmika Mandanna's Video: তাঁর চাহনিতে উঠল ঝড়, হাসিতে লজ্জা পেল চাঁদও, ঝড় তুললেন রশ্মিকা দেখুন
মেয়ের মনের কথা জানতে পেরে, তাঁকে সান্তনা দেন বনি কাপুর এবং মোনা শৌরী। তাঁদের বিচ্ছেদের জন্য অংশুলা দায়ি নন বলে বার বার বোঝানো হয় তাঁকে। তা সত্ত্বেও ওই কথা তাঁর মন থেকে যেত না বলেও সাক্ষাৎকারে জানান অংশুলা।
ওই সময় হয়ত পরিবার বা প্রতিবেশী কারও কাছ থেকে তিনি ওই ধরনের কথা শুনেছিলেন। ফলে বার বার তাঁর বাবা, মায়ের বিচ্ছেদের জন্য নিজেকে দায়ি বলে মনে হত বলে জানান অংশুলা কাপুর। ওই সময় তিনি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলেও জানান বনি-কন্যা।
১৯৮৩ সালে বনি কাপুর এবং মোনা শৌরী বিয়ে করেন। বনি কাপুর এবং মোনা শৌরীর বিয়ের পর অর্জুন, অংশুলার জন্ম হয়। এরপর ১৯৯৬ সালে বিচ্ছেদ হয়ে যায় বনি কাপুর এবং মোনা শৌরী কাপুরের। ১৯৯৬ সালেই বনি কাপুর বিয়ে করেন শ্রীদেবীকে। এরপর ১৯৯৭ সালে শ্রীদেবীর কোলে আসেন জাহ্নবী কাপুর। জাহ্নবীর জন্মের কয়েক বছর পর জন্ম হয় খুশি কাপুরের।