Tiger Shroff Gets Trolled For Wearing Silver Shimmery Top (Photo Credits: Instagram)

মুম্বই, ১৯ মেঃ সদ্য অনুষ্ঠিত হয়েছে জি সিনে অ্যাওয়ার্ডস (Zee Cine Awards 2025)। পুরস্কার বিতরণের পাশাপাশি তারকাদের জমকালো পারফর্মেন্স নজর কেড়েছে নেটবাসীর। তমান্না ভাটিয়া (Tamannaah Bhatia), রাশা থাডানি ((Rasha Thadani), অনন্যা পাণ্ডে (Ananya Panday), কার্তিক আরিয়ান (Kartik Aaryan), টাইগার শ্রফদের (Tiger Shroff) নাচ গোটা মঞ্চে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। জিম ফ্রিক টাইগারের ফ্রন্ট ফ্লিপ এবং ব্যাক ফ্লিপ এক্কেবারে বাকরুদ্ধ করেছে দর্শকদের। নাচের শেষে হিরোপন্তি (Heropanti) অভিনেতার জিমন্যাস্টিকস পারফর্মেন্স দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা। করতালিতে মুখরিত হয় গোটা অনুষ্ঠান মঞ্চ। জ্যাকি পুত্রের পারফর্মেন্সের সেই ভিডিও নেটপাড়াতেও ছড়িয় পড়েছে। একদলের মুখে প্রশংসা বাণী শোনা গেলেও একাংশ নেটবাসী টাইগারের পোশাক নিয়ে কটাক্ষ করেছেন। প্রাক্তন প্রেমিকা দিশা পাটানির (Disha Patani) টপ পরে জি-এর মঞ্চে পারফর্ম করেছেন টাইগার? উঠছে প্রশ্ন।

 রূপোলী  ঝলমলে ক্রপ টপে টাইগারঃ

 

View this post on Instagram

 

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)

জি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে এদিন কালো প্যান্টের সঙ্গে অভিনেতা রূপোলী ঝলমলে একটি ক্রপ টপ পরেছিলেন। আর সেই টপের জন্যের কটাক্ষের মুখে পড়তে হয়েছে টাইগারকে। এক নেটিজেন অভিনেতাকে খোঁচা দিয়েছে লিখেছেন, 'দিশার টপ পরে নাচছেন নাকি আপনি'। আর একজন লেখেন, 'এর চেয়ে তো কিছু না পরাই ভালো ছিল'। আর একজন লিখেছেন, 'টপটি ভীষণই হাস্যকর হলেও আপনার নাচটি শীর্ষস্থানীয়'।