PIC @ insta and twitter

মুম্বই: রবিবার সন্ধ্যায় মুম্বইয়ে (Mumbai) একটি অনুষ্ঠানে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় (Car Accident) জখম হলেন দ্য কেরালা স্টোরি-র (The Kerala Story) পরিচালক সুদীপ্ত সেন (Director Sudipto Sen) ও নায়িকা আদা শর্মা (Heroine Adah Sharma)।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বইয়ে (Mumbai) একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে পরিচালক ও নায়িকা দুজনেরই গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।

এরপরই টুইট করে পরিচালক সুদীপ্ত সেন জানান, "আজকে আমাদের তেলাঙ্গানার করিমনগরে যাওয়ার কথা ছিল। সেখানে যুব সম্প্রদায়ের একটি সমাবেশে আমাদের সিনেমা নিয়ে বক্তব্য রাখার কথা ছিল। দুভার্গ্যবশত জরুরি স্বাস্থ্যজনিত কারণে আমরা সেখানে যেতে পারছি না। এর জন্য করিমনগরের মানুষের কাছে আমি মন থেকে ক্ষমা চাইছি। আমাদের মেয়েদের রক্ষা করার জন্য এই সিনেমা তৈরি করেছি আমরা। দয়া করে আমাদের সমর্থন করুন।"

তাঁদের দুর্ঘটনার কথা জানাজানি হতেই আলোচনা শুরু হয় চারিদিকে। তাঁরা কেমন আছেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়। এর জেরে কিছুক্ষণ বাদেই অভিনেত্রী আদা শর্মা টুইট করে অনুরাগীদের আশ্বস্ত করেন। টুইটে লেখেন, "আমি ভালো আছি। আমাদের দুর্ঘটনা সম্পর্কে খবর ছড়াতেই প্রচুর মেসেজ পেয়েছি। আমাদের পুরো টিম ভালো আছে, গুরুতর বা বড় কিছু নয়। তবে আপনাদের এত খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ।"