কলকাতা, ২৩ নভেম্বরঃ আসন্ন ছবি ‘ভেড়িয়া’র (Bhediya) প্রচারে মঙ্গলবার কলাকুশলীদের নিয়ে শহরে এসেছিলেন বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং কৃতি স্যানন (Kriti Sanon)। গোটা শহর কলকাতা মজেছিল বরুণ-কৃতিতে (Team Bhediya in Kolkata)। বলিউডের তারকাদের সঙ্গে এদিন জুড়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তবে ‘ভেড়িয়া’র (Bhediya) সাংবাদিক সম্মেলনে যে হাজির হবেন বুম্বা দা তা আগে থেকে জানত না কেউই। সকলকে অবাক করে দিয়ে টিম ‘ভেড়িয়া’র সঙ্গে যোগ দেন বুম্বা দা। ছবিকে শুভেচ্ছা জানাতে এদিন এসেছিলেন তিনি বটে কিন্তু তাঁকে আসার অনুরোধ করেছিলেন ডেভিড পুত্র।
সাংবাদিক সম্মেলনে এসে এদিন বুম্বা দা (Prosenjit Chatterjee) বলেন, গতকাল রাতে বরুণ তাঁকে আসার জন্যে অনুরোধ করেন। ডেভিড (David Dhawan) পুত্রের অনুরোধ না রেখে পারেননি তিনি। ডেভিড ধাওয়ানের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় তাঁর। ‘আঁধিয়া’ ছবিতে একসঙ্গে কাজও করেন তাঁরা। তাই বন্ধুর ছেলের অনুরোধ কেমন করেই বা ফেলতেন তিনি। মিডিয়াকে খবর না দিয়ে চুপিচুপি এদিন ‘ভেড়িয়া’র সাংবাদিক সম্মেলনে এসে সকলকে অবাক করে দেন বুম্বা দা। জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের হাত ধরে সলমন ভাগ্নির বলিউড ডেবিউ
শুধু কি তাই! বরুণের অনুরোধে নেকড়ের মত গর্জনও করতে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। দেখুন সেই ভিডিয়োঃ
View this post on Instagram
তবে এই প্রথমবার ছবির প্রচারে বরুণ ধাওয়ান কলকাতায় এলেন এমনটা নয়। মাসখানেন আগেই ‘জুগ জুগ জিও’র (Jug Jugg Jeeyo) প্রচারে শহর কলকাতার বুক থেকে ঘুরে গিয়েছেন তিনি। এই নিয়ে এক বছরে দুবার বলি তারকার কলকাতা আগমন।
আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং কৃতি স্যানন (Kriti Sanon) অভিনীত ছবি ‘ভেড়িয়া’।