Taapsee Pannu (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি: বলিউডে চলছে বিয়ের মরশুম। চলতি বছর মার্চ মাসে তাপসী পান্নু (Taapsee Pannu) এবং ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো (Mathias Boe) সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলে খবর। রাজস্থানের উদয়পুরেই বসতে চলেছে তাপসী এবং ম্যাথিয়াসের বিয়ের আসর। দীর্ঘদিন ধরে ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্কে থাকলেও, বিষয়টিকে কোনও সময়ই চর্চায় আনতে চাননি তাপসী। সেই কারণে 'ডাঙ্কি' অভিনেত্রী কবে বিয়ে করছেন বলে সম্প্রতি প্রশ্ন করা হলে, মজার ছলে তার জবাব দেন তাপসী। অভিনেত্রী বলেন, তিনি অন্তঃসত্ত্বা নন। তাই যে কোনও সময়ে বিয়ে হতে পারে। বিয়ের সিদ্ধান্ত নিলে, তিনি প্রত্যেককে জানাবেন বলেও পাপারাৎজির সামনে মন্তব্য করেন তাপসী।

একসঙ্গে তাপসী, ম্যাথিয়াস...

 

View this post on Instagram

 

রিপোর্টে প্রকাশ, পরিবার, ঘনিষ্ঠ এবং বলিউডে যাঁরা তাপসীর বিশেষ বন্ধু, তাঁরাই অনুষ্ঠানে হাজির হবেন। বিশেষ জাঁকজমকে বিশ্বাসী নন তাপসী। তাই নিজেদের মত করেই বিয়ের আসরে হাজির হতে পারেন তাপসী পান্নু এবং ম্যাথিয়াস বো। শিখ এবং খ্রিস্টান, দুই রীতিতেই গাঁটছড়া বাঁধবেন তাপসী এবং ম্যাথিয়াস।

'চশমে বদ্দুর' দিয়ে বলিউডে পা রাখেন  তাপসী পান্নু। অন্যদিকে অলিম্পিকে সোনার পদক জয়ী ম্যাথিয়াস বরাবরই সম্পর্ককে যেন কড়া আঁটসাটের মধ্যে রাখেন। তবে তাপসী যখন বলিউডে পা রাখেন, তখন থেকে এখনও। ম্যাথিয়াসকে সব সময় দেখা গিয়েছে তাপসীর পাশে।