Swara Bhasker, Rahul Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ২২ অগাস্ট : 'পৃথ্বীরাজ', 'শামসেরা', 'রক্ষা বন্ধন', 'লাল সিং চাড্ডা'। বলিউডে (Bollywood) একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। বি টাউনের একাধিক ছবি কেন পরপর মুখ থুবড়ে পড়ছে, তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বলিউডে যখন একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে, সেই সময় বিষয়টি নিয়ে মুখ খুলেলন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের দিক থেকে বহু মানুষ মুখ ফেরাচ্ছেন। সেই কারণে এবার বি টাউনে একের পর এক সিনেমা ফ্লপের তালিকায় নাম লেখাচ্ছে বলে অনুমান স্বরার (Swara Bhasker)। বলিউডের সঙ্গে স্বরা ভাস্কর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) তুলনাও করে বসেন এবার।

সম্প্রতি তাপসী পান্নুর 'দোবারাও' মুখ থুবড়ে বসে। গোটা দেশে 'দোবারার' হাতে গোনা কয়েকটি মাত্র টিকিট বিক্রি হয় বলে খবর। বয়কটের ট্রেন্ডের মুখে পড়ে 'লাল সিং চাড্ডা', 'দোবারা', 'রক্ষা বন্ধনের' মত ছবি মুখ থুবড়ে পড়ে। এসবের পাশাপাশি 'লাইগার' কিংবা 'পাঠানও' বয়কট ট্রেন্ডের মুখে একটু আধটু করে পড়ছে। যা নিয়ে প্রযোজনা সংস্থাগুলির কপালে কার্যত চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। ফলে দর্শক কেন হলে আসছেন না, কেন সিনেমাগুলি দর্শক টানতে পারছে না, বলিউডের সেই কারণ খোঁজা উচিত বলেও মনে করেন স্বরা ভাস্কর।

আরও পড়ুন: Arvind Kejriwal: 'সিসোদিয়াকে ভারত রত্ন না দিয়ে তাঁর বাড়িতে সিবিআই পাঠানো হচ্ছে', আক্রমণ কেজরির

স্বরার কথায়, করোনা সিনেমা ইন্ডাস্ট্রির উপর প্রভাব ফেলেছে। কোভিডের (COVID 19) জেরে মহামারী শুরু হয়, তার ফলে বহু মানুষ সিনেমা হলে যাওয়া বন্ধ করেছেন। সেই সঙ্গে রয়েছে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু। সুশান্তের মৃত্যুর পর বলিউডকে অনেকেই মাদক, যৌনতার জায়গা হিসেবে দাগিয়ে দেন। যা বহু মানুষের মনে ক্ষতর সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন ভীরে দি ওয়েডিং অভিনেত্রী।

স্বরার কথায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অনেকেই 'পাপ্পু' বলে ডাকতে শুরু করেন।যার জেরে এখন দেশর বহু মানুষের মনে রাহুল গান্ধী মানেই 'পাপ্পু'-র ইমেজ তৈরি করে বলে মন্তব্য করেন স্বরা। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। রাহুল অত্যন্ত বুদ্ধিমান এবং মেধাবী একজন মানুষ বলেও দাবি করেন বলিউড অভিনেত্রী। ফলে বলিউডের অবস্থাও বর্তমানে রাহুল গান্ধীর মত বলে মন্তব্য করেন স্বরা ভাস্কর।