Sidharth Shukla (Photo Credit: Sidharth Shukla/Instagram)

মুম্বই, ২ সেপ্টেম্বর: বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla)৷ হাসপাতালে (Hospital)নিয়ে যাওয়ার পরপরই সিদ্ধার্থ শুক্লকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ সিদ্ধার্থের মৃত্যুর খবরে শোকে বিহ্বল টেলি টাউন সহ বলিউড৷ অক্ষয় কুমার থেকে মাধুরী দিক্ষীত, সলমন খান প্রত্যেকে সিদ্ধার্থের মৃত্যুতে শোক প্রকাশ করেন৷

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ বুকে ব্যথা অনুভব করেন সিদ্ধার্থ শুক্ল৷ ওই সময় পরিবারকে সে কথা জানান তিনি৷ বুকে ব্যথা অনুভবের পর এক গ্লাস জল খেতে যখনই শুতে যান৷ সকালে উঠে ফের বুকে ব্যথা অনুভব করলে, জল খেতে যান অভিনেতা৷ জল কাওয়ার পরই অজ্ঞান হয়ে যান সিদ্ধার্থ৷ সঙ্গে সঙ্গে চিকিৎসককে ফোন করা হলে, তিনি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরিবারের সদস্যদের৷

আরও পড়ুন: Sidharth Shukla Passes Away: ভাঙল 'সিডনাজ' জুটি, সিদ্ধার্থের মৃত্যুর খবরে অসুস্থ প্রেমিকা শেহনাজ

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধার্থকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে ভর্তি করার আগেই চিকিৎসকরা (Doctors) মৃত বলে ঘোষণা করেন৷

এদিকে সিদ্ধার্থের মৃত্যুতে মুম্বইয়ের (Mumbai) কুপার হাসপাতালকে (Cooper Hospital) কাঠগড়ায় তুলতে শুরু করেন অনেকে৷ সুশান্তের (Sushant Singh Rajput)মতো সিদ্ধার্থকে ''খুন'' করা হয়েছে বলে দাবি করেন অনেকে৷ এমনকী, সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর সিদ্ধার্থ বলে একটি গ্রুপও খোলা হয়৷ যদিও গুজবে কান দেবেন না৷ তাঁর ছেলের মৃত্যুর সঙ্গে অস্বাভাবিক কোও শব্দ যোগ করবেন না৷ হৃদরোগে আক্রান্ত হয়েই সিদ্ধার্থের মৃত্যু হয়েছে৷ অনুরাগীরা যাতে গুজবে কান না দেন, সে বিষয়ে আর্জি জানান বিগ বস ১৩-র বিজেতার মা৷